শাওমি রেডমি নোট ৭ সিরিজের পর থেকে মোবাইল বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি।তাই সাওমি এবার নিয়ে আসলো রেডমির নতুন সিরিজ রেডমি নোট ১০।এই সিরিজের তিনটি ফোন বাজারে এনেছে সাওমি।আজকে আমরা কথা বলব রেডমি নোট ১০ নিয়ে।
বিল্ড কোয়ালিটি
মোবাইলটি তৈরি হয়েছে প্লাস্টিক ফ্রেমে।এর পিছনে দেয়া হয়েছে গ্লাস যা মোবাইলটকে দিয়েছে একটি প্রিমিয়াম লুক।পেছনের গ্লাস কে সুরক্ষা দিবে কর্নিং গরিলা গ্লাস । মোবাইলটির ওজন ১৭৮.৮গ্রাম।এর বডি ডাইমেনশন 160.5 x 74.5 x 8.3 মিলি মিটার।মোবাইলটিতে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিমকার্ড।রেডমি নোট ১০ আইপি ৫৩ সার্টিফাইড।এতে আছে ডাস্ট প্রটেকশন।
ডিসপ্লে
এতে ব্যবহার করা হয়েছে৬.৪৩ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।এর রেজুলেশন ১০৮০*২৪০০পিক্সেলস। আস্পেক্ট রেশিও ২০:৯।ডিসপ্লেটির ব্রাইটনেস ৪৫০নিটস। একে সুরক্ষা দিবে কর্নিং গরিলা গ্লাস ৩।। এই বাজেটে সাওমি অনেক ভাল ডিসপ্লে দিচ্ছে গ্রাহকদের।তাই এটি রেডমি নোট ১০ এর একটি অন্যত্ম ভাল দিক
হার্ডওয়ার সেকশন
এই মোবাইলে সাওমি ব্যবহার করেছে কোয়ালকম এর নতুন চিপসেট কোয়ালক্ম স্নাপড্রাগন ৬৭৮।এটি একটি ১১ ন্যানো মিটারের অক্টা কোর প্রসেসর। এর সাথে জিপিউ হিসেবে দিয়েছে এড্রিনো ৬১২। মোবাইলটি রান করবে এন্ড্রোয়েড ১১।।ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে সাওমির এমআই ইউ আই ১২।।
স্টোরেজ
রেডমি নোট ১০ বাজারে পাওয়া যাবে ৩টী ভার্সনে। ৪জিবি র্যাম ৬৪জিবি রোম,৪জিবি র্যাম ১২৮জিবি রোম এবং ৬জিবি র্যাম ১২৮জিবি রম।এতে চাইলে মাইক্রো এসডি কার্ড এর মাধম্যে স্টোরেজ বাড়ানো যাবে।
ক্যামেরা
এতে দেয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা হিসেবে আছে ৪৮ মেগাপিক্সলের মেইন সেন্সর।সাথে থাকছে ৮মেগা পিক্সলের আলট্রা ওয়াইড ক্যামেরা ২মেগা পিক্সলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের দেপথ।ভিডিও করা যাবে ৪কে -৩০ এফপিএস,১০৮০পি-৩০/৬০ এফপিএস।সামনে দেয়া হয়েছে ১৩মেগা পিক্সলের সেন্সর।
ব্যাটারিঃ
এতে থাকছে ৫০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।চার্জ করার জন্য সাথে আছে ৩৩ ওয়াট এর চার্জার।সাওমি দাবি করসে মোবাইলটি ৭৪মিনিটে সম্পুর্ন চার্জ হয়ে যাবে।
অন্যান্য ফিচারস
সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট।ডুয়েল ব্যান্ড জিপিএস ছাড়া আরো অনেক ফিচারস।
দাম এবং কালার
মোবাইলটি বাজারে পাওয়া যাবে স্যাডো ব্ল্যাক,ফ্রোস্ট হোয়াইট এবং অ্যাকোয়া গ্রীন।
বাংলাদেশের বাজারে মোবাইলটির বেস ভেরিয়েনটির দাম ২০০০০টাকা।