চীনে মুক্তি পেলো শাওমির রেডমি কে সিরিজের নতুন তিনটি স্মার্টফোন – রেডমি কে ৪০, রেডমি কে৪০ প্রো ও রেডমি কে৪০ প্রো প্লাস। রেডমি কে৪০ এ থাকছে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট, অন্যদিকে রেডমি কে৪০ প্রো ও কে৪০ প্রো+ এ থাকছে কোয়ালকমের সবচেয়ে সেরা চিপসেট, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।
প্রত্যেকটি ফোনেই রয়েছে ট্রিপল ব্যাক ক্যামেরা, পাঞ্চ-হোল ডিসপ্লে ও গ্র্যাডিয়েন্ট ব্যাক প্যানেল। রেডমি কে৪০, কে৪০ প্রো ও কে৪০ প্রো+ – তিনটি ফোনেই রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও প্রতিটি স্মার্টফোনেই স্টিরিও স্পিকার রয়েছে। থাকছে অ্যান্ডেয়েড ১১ সাপোর্ট।
একই ইভেন্টে তিনটি নতুন ফোনের পাশাপাশি রেডমিবুক প্রো ১৪, রেডমিবুক প্রো ১৫ ও রেডমি এয়ারডটস ৩ ইয়ারবাড লঞ্চ করা হয়। সদ্য মুক্তি পাওয়া ফোন তিনটিই ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
তিনটি ফোনের মধ্যে প্রধান পার্থক্য ফোনগুলোর প্রসেসর ও ব্যাক ক্যামেরাতে। চলুন জেনে নেয়া যাক, শাওমি এর নতুন এই তিনটি ফোন – রেডমি কে৪০, কে৪০ প্রো ও কে৪০ প্রো+ এর স্পেসিফিকেশন সম্পর্কে।
একনজরে রেডমি কে৪০ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৬৭ ইঞ্চি |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ |
ফ্রন্ট ক্যামেরা | ২০ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ৫ মেগাপিক্সেল ম্যাক্রো |
র্যাম | ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি |
ইন্টারনাল স্টোরেজ / রম | ১২৮ জিবি / ২৫৬ জিবি |
ব্যাটারি ক্যাপাসিটি | ৪৫২০ মিলিএম্প |
একনজরে রেডমি কে৪০ প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৬৭ ইঞ্চি |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ |
ফ্রন্ট ক্যামেরা | ২০ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ৫ মেগাপিক্সেল ম্যাক্রো |
র্যাম | ৬ জিবি / ৮ জিবি |
ইন্টারনাল স্টোরেজ / রম | ১২৮ জিবি / ২৫৬ জিবি |
ব্যাটারি ক্যাপাসিটি | ৪৫২০ মিলিএম্প |
একনজরে রেডমি কে৪০ প্রো+ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে | ৬.৬৭ ইঞ্চি |
প্রসেসর | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ |
ফ্রন্ট ক্যামেরা | ২০ মেগাপিক্সেল |
ব্যাক ক্যামেরা | ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি
৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ৫ মেগাপিক্সেল ম্যাক্রো |
র্যাম | ১২ জিবি |
ইন্টারনাল স্টোরেজ / রম | ২৫৬ জিবি |
ব্যাটারি ক্যাপাসিটি | ৪৫২০ মিলিএম্প |