স্মার্টফোন বিশ্বে রেডমি তাদের নোট সিরিজের আরো একটি নতুন ফোন রেডমি ২০এক্স ৫জি লঞ্চ করতে যাচ্ছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচ এস পি এ এবং এল টি ই,৫জি টেকনোলজি এর সুবিধা।
বডি: এই ফোনের বডি ডাইমেনশন হলো ১৬১.৮*৭৫.৩*৮.৯ মিলিমিটার। ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনের ওজন হবে ১৯০ গ্রামের মতো।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ৯০ হার্জ।এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৩.৭ %।এর রেজুলেশন হল ১০৮০*২৪০০ পিক্সেল এর।এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৪০৫।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মনসিটি ৭০০ ৫জি যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি ৫৭ এম সি ২।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্ট এ। এগুলো হলো ৪,৬৪;৬,১২৮ জিবি এর মধ্যে।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে ৪ টি কালার ভেরিয়েন্ট এ। একটি হল গ্রে, ব্লু এবং আরেকটি হল গ্রীন এবং আরেকটি হল সিলভার কালারের।