অ্যাপল ও স্যামসাংয়ের পথ অনুসরণ করে পিক্সেল ৬ ফোনের সঙ্গে চার্জার দিচ্ছে না গুগল। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সংবাদ প্লাটফর্ম দ্য ভার্জকে তারা জানায়, আসন্ন পিক্সেল ৬ ফোনের সঙ্গে তারা কোনো চার্জার রাখছে না। প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর মতো গুগলও আশ্বাসের সুরে জানায়, এরই মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ইউএসবি-সি চার্জার রয়েছে।
সর্বশেষ গুগলের পিক্সেল ৫-এ ফোনের সঙ্গে চার্জার দেয়া হয়েছিল। পরিবেশবান্ধব পদক্ষেপের অংশ হিসেবে ফোনের সঙ্গে চার্জার বাদ দিচ্ছে বলে জানায় অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক দিনগুলোতে অ্যাপল, স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টগুলো পরিমাণে কম চার্জার তৈরি করছে। শুরুতে সমালোচনার দৃষ্টিতে দেখলেও চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমিও কিছু ফোনের সঙ্গে চার্জার দেয়া বন্ধ করেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো স্মার্টফোন নির্মাতা জায়ান্টগুলো ইদানীং ছোট বাক্সে স্মার্টফোন শিপিং করছে। এর ফলে এক চালানে আগের চেয়ে বেশি ফোন পাঠানো যাচ্ছে।
সমালোচকরা অবশ্য ভিন্ন মত প্রকাশ করছেন। কারো যদি চার্জার প্রয়োজন হয় তখন অন্য কোম্পানি থেকে কিনতে হয় এবং অনেক সময় একাধিক চার্জার ব্যবহার করতে হয়। এতে আসলে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর পরিবেশবান্ধব নীতি হুমকির মুখে পড়ে। কেউ কেউ বলছেন, ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে চার্জার বাদ দিচ্ছে স্মার্টফোন জায়ান্টগুলো।