এক্স৭০ সিরিজ নিয়ে সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন আনল ভিভো। এক্স৭০ ও এক্স৭০ প্রো প্লাস নামে নতুন ফোনটিতে ক্যামেরা পার্টনার হিসেবে থাকছে প্রখ্যাত লেন্স কোম্পানি জিস। এর আগেও এক্স৫০ ও এক্স৬০ ফোনে ক্যামেরা পার্টনার ছিল তারা। নতুন ফোনটিতে আরো চমক হিসেবে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি। এরই মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন কোম্পানি তারবিহীন চার্জিং প্রযুক্তি গ্রহণ করেছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন চীনা কোম্পানি ভিভো।
ভিভো এক্স৭০ প্রো ৫জি স্পেসিফিকেশন, ফিচার
ভিভো এক্স৭০ প্রো ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি ই৫ অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন (১০৮০ x ২,৩৭৬ পিক্সেল), ১৯.৮:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও এইচডিআর সাপোর্ট করবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত। সাথে রয়েছে মালি জি৭৭ জিপিইউ৷ ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্পে এসেছে ভিভো এক্স৭০ প্রো ৫জি।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ভিভো এক্স৭০ প্রো ৫জি ফোনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৪৫০ এমএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে, যার সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ভিভো এক্স৭০ প্রো ৫জি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে আছে 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ সি, ইউএসবি ২.০। এই ফোনের ওজন ১৮৩/১৮৪ গ্রাম।