আসছে মোটোরোলা ‘জি’ সিরিজের ফোন মোটো জি ৫১ ৫জি, খবরে উত্তাল টেকদুনিয়া। মোটো জি৫১ ৫জি ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ইউরোপের পর এবার ভারতের বাজার ধরতে আসছে নতুন এই স্মার্ট ফোন। জানা গিয়েছে আগামী ডিসেম্বরেই ভারতের বাজারে আসতে চলেছে নতুন এই স্মার্ট ফোন। মোটো জি৫১ প্রথম এমন ফোন হতে চলেছে যেখানে স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর থাকতে পারে।
motorola g51 5g ফোনের স্পেসিফিকেশন–
মোটো জি৫১ ৫জি ফোনে অ্যানড্রয়েড ১১ বেসড এই স্মার্টফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
motorola g51 5g ফোনে একটি নতুন Qualcomm Snapdragon ৪৮০+প্রসেসর রয়েছে। তার সঙ্গেই রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
নতুন মডেলের এই ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে এই ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ৫০০০mAh ব্যাটারিতে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
কানেক্টিভিটির দিক থেকে মোটো জি৫১ ৫জি ফোনে থাকছে ইউ এস বি টাইপ সি পোর্ট, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৮০২.১১।