স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২২-এর জন্য অপেক্ষা করছে স্মার্টফোনের বিশ্ববাজার। তবে, ফাঁসকারীদের দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে, নাম বাদে কাজের হিসেবে সবকিছুই যেন গ্যালাক্সি নোটের সঙ্গে মিলে যাচ্ছে এস২২ আল্ট্রার।
গ্যালাক্সি নোটের মতো লেখার জন্য বেশি সারফেস থাকবে এস২২ আল্ট্রাতে, ডিভাইসের উপর ও নিচের অংশ সমতল, আছে এস পেন রাখার আলাদা জায়গাও। সবমিলিয়ে এস২২ আল্ট্রার জন্য স্যামসাং গ্যালিক্স নোটের “ডিএনএ ধার করছে” বলে মন্তব্য করেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
সমালোচকদের কাছে সমাদৃত হয়েছিল এস২২ আল্ট্রার আগের সংস্করণ এস২১ আল্ট্রা। বিশেষ করে ‘ম্যাট ব্ল্যাক’ রঙের কেসিংয়ের ডিভাইসগুলো চোখের দেখায় বেশ ভালোই লাগতো বলে মন্তব্য করেছে ভার্জ, পেছনের উঁচু হয়ে থাকা ক্যামেরা লেন্সও বেখাপ্পা লাগেনি প্রযুক্তি বিশ্লেষকদের কাছে।
তবে, তথ্য ফাঁসকারীদের কাছ থেকে পাওয়া ছবি দেখে এবার আর ঠিক উচ্ছসিত নন বিশ্লেষকরা। আগের মডেলের সঙ্গে তুলনা করে এস২২ আল্ট্রার বাইরের নকশাকে বলা হচ্ছে খানিকটা ‘ব্ল্যান্ড’।
ছবি বিশ্লেষণ করে নোট ১০ প্লাস বা নোট ২০ আল্ট্রার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে বেশি। ভার্জ বলছে, ছবি দেখে মনে হচ্ছে যেন নতুন ক্যামেরা সিস্টেম জুড়ে দেওয়া হয়েছে নোট ১০ প্লাস বা নোট ২০ আল্ট্রায়। তবে ফাঁস হওয়া ছবিগুলোর মধ্যে কালো কেসিংয়ে থাকা এস২২ আল্ট্রা “দেখতে বেশ”– মন্তব্য ভার্জের।
স্যামসাং অতীতের স্মার্টফোনগুলোর সামঞ্জস্য রাখতে চাইলে ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসা উচিত এস২২ আল্ট্রা নিয়ে। তবে খবর রটেছে, প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি এস২১ লাইন আপ। অন্যদিকে, ফোল্ডএবল ফোন নিয়ে স্যামসাং বাজার থেকে ইতিবাচক সারা পেয়েছে বলে জানিয়েছে ভার্জ।