অত্যাধুনিক ফিচারে বাজারে এলো স্যামাসংয়ের নতুন ফোন। মডেল গ্যালাক্সি এস২১ এফই ৫জি। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮ প্রসেসর এবং সর্বাধুনিক অ্যানড্রয়েড ১২ ভার্সন ব্যবহৃত হয়েছে।
নতুন ফোনে এই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহৃত হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ফোনটির দাম ৬৯৯ পাউন্ড। গ্রাফাইট, ল্যাভেন্ডার, অলিভ ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। ১১ জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন বিক্রি শুরু হবে।
ডিভাইসটিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে ব্যবহৃত হয়েছে ওয়ান ইউআই ৪ ইন্টারফেস।
এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ স্যাম্পল রেট।
ছবি তোলার জন্য ফোনটির পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর ও এফ/১.৮ অ্যাপারচার। এছাড়াও এই ফোনে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেলের টেলি-ফটো সেন্সর দিয়েছে স্যামসাং। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।