ওয়ানপ্লাসের জনপ্রিয় দুটি মোবাইল নিয়ে আজকে আমরা তুলনা করব। সেই ফোনগুলো হল ওয়ানপ্লাস ৮ লাইট এবং ওয়ানপ্লাস ৮ নিয়ে। ফোন দুটির মাঝে মূল্যের তারতম্য রয়েছে এবং ফিচারের ভিন্যতা রয়েছে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেক ফোনটিতে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৮ লাইটঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল।
ওয়ানপ্লাস ৮ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চি বিশিষ্ট ফ্লুইড অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
ওয়ানপ্লাস ৮ লাইটঃ এই মোবাইলটির আয়তন হবে ১৫৯.২X৭৪X৮.৬ মিলিমিটার।
ওয়ানপ্লাস ৮ঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬০.২X৭২.৯X৮.০ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮০ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৮ লাইটঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬১৮। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৩,৭০০ এম এ এইচ এর ব্যাটারি, ফাস্ট চার্জিং, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ৯.০ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
ওয়ানপ্লাস ৮ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে ৪,৩০০ এম এ এইচ এর ব্যাটারি, ফাস্ট চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৮ লাইটঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ও অপরটি হবে ৫ মেগাপিক্সেলের সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। উভয় ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, কন্টিনিউয়াসলি শুটিং এর সুবিধা।
ওয়ানপ্লাস ৮ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৪৮ মেগাপিক্সলের, ১৬ মেগাপিক্সেলের একটি এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের সেন্সর। সাথে দেওয়া হয়েছে ডুয়েল এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে ও আই এস, ই আই এস, স্লো মোশন, ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
ওয়ানপ্লাস ৮ লাইটঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৫৪৪ টাকা।
ওয়ানপ্লাস ৮ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭,৯৭৮ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের খুব বেশি তারতম্য রয়েছে এবং ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। তবে আমার ব্যক্তিগতভাবে ওয়ানপ্লাস ৮ মোবাইলটি বেশি ভাল লেগেছে কারণ এর ফিচারটি দেওয়া হয়েছে অত্যাধুনিক।