বাংলাদেশে স্মার্টফোন ফটোগ্রাফিকে সবসময়ই উৎসাহিত করেছে ভিভো। প্রতিষ্ঠানটির বিশ্বাস, ফটোগ্রাফির দুনিয়া ধীরে ধীরে স্মার্টফোনের দিকেই এগোচ্ছে। স্মার্টফোন ক্যামেরায় হার্ডওয়্যারের তিনটি উপাদান ও অপটিক্যাল ডিজাইনের সমন্বয়ে ফটোগ্রাফি পারফরম্যান্সের একটি পরীক্ষা করা হয়। এ পেশাদার টেস্টিং প্রসেসটি ভিভোকে সরবরাহ করে জেইস। উদ্ভাবন ও গবেষণার জন্য ভিভো ও জেইসের নিজস্ব গ্লোবাল নেটওয়ার্ক রয়েছে।
এক্স৬০প্রো ভিভো ও কার্ল জেইসের সমন্বিত প্রচেষ্টার ফল। ভিভো এক্স৬০প্রোতে ক্লাসিক জেইস বায়োটার ক্যামেরা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বায়োটার হলো একটি কিংবদন্তি জেইস লেন্স, যা কয়েক দশক ধরে পেশাদার ফটোগ্রাফারদের পছন্দের শীর্ষে রয়েছে। লেন্স ছাড়াও এ স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হচ্ছে গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রযুক্তি। ভিভোর গবেষণা বলছে, স্মার্টফোন ফটোগ্রাফাররা ক্যামেরা কেঁপে যাওয়া নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ভোগে। এ সমস্যার সমাধানে ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যুক্ত করেছে।
ভিভো বিশ্বাস করে যেকোনো দেশের স্মার্টফোন বাজারে সফলতার অন্যতম চাবিকাঠি ভোক্তা সন্তুষ্টি। তাই প্রতিনিয়তই ভিভো গ্রাহকদের পছন্দ, অপছন্দ ও প্রয়োজনগুলো নিয়ে গবেষণা করে। ভিভো এক্স৭০প্রো ৫জি জেইস টি কোটিং প্রযুক্তিসংবলিত একটি ডিভাইস। কোটিংটি ক্যামেরা লেন্সে দৃশ্যমান আলো স্বচ্ছভাবে প্রবেশে সহায়তা করে, অতিরিক্ত তীক্ষ্ম রশ্মি প্রবেশে বাধা দেয় এবং বিষয়বস্তুর প্রকৃত রঙকে সঠিকভাবে ধারণ করে।
আমি যেমনটা বলছিলাম, ফটোগ্রাফি ধীরে ধীরে স্মার্টফোন ফটোগ্রাফির দিকেই ঝুঁকছে। ভিভোর গবেষণা বলছে, গ্রাহকদের কাছে স্মার্টফোনের ক্যামেরাই এখন মুখ্য। সম্প্রতি ভি১ ইমেজিং চিপ বাজারে এনেছে ভিভো। টানা দুই বছর প্রতিষ্ঠানটির ৩০০ কর্মী অক্লান্ত পরিশ্রম করে এটি তৈরি করেছে। ভিভো ও জেইস এখন গ্লাস লেন্স তৈরিতে কাজ করছে। এর মাধ্যমে অতিরিক্ত আলো, অতিবেগুনি রশ্মি এবং অতি কম আলোয় ফটোগ্রাফি আরো সহজ হবে।