৫০ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফাইভজি ফোন বাজারে আনছে ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া। ফোনের মূল্য কিছুটা কম হলেও এতে থাকবে ফ্ল্যাগশিপ ফোনের ফিচার। ডিভাইসটি হাই-রেঞ্জের ফোনের সাথে প্রতিযোগিতা করবে। ফোনের মডেল নকিয়া জি৬০ ফাইভজি।
নভেম্বরের মাঝামাঝি সময়ে ফোনটি বাজারে আসতে পারে, এক টুইট বার্তায় নিশ্চিত করেছে নকিয়া। ফোনটির বাজার মূল্য হবে ৩৪৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা।
কালো ও সাদা রঙে পাওয়া যাবে ফোনটি। থাকবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি সুরক্ষার জন্য থাকবে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইনও থাকবে ফোনটিতে।
নকিয়ার নতুন এই ফোনে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনের ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
গুগল অ্যান্ড্রয়েড ১২ চালিত এই ফোনে থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যাতে থাকবে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।