২০২২ সালের অক্টোবর মাসে প্রকাশ করা হয় Xiaomi 12T Pro । 12T Pro ফোনে আছে একটি ৬.৬৭ ইঞ্চির দুর্দান্ত অ্যামোলেড ডিস্প্লে। এতে প্রসেসর হিসেবে আছে Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং ৮/১২৮ জিবি, ৮/২৫৬ জিবি, ১২/২৫৬ জিবি এই তিন ভ্যারিয়েন্টের ফোন পাওয়া যাবে বাজারে।
শাওমির এই ফোনের সবথেকে বড় নজর কেড়ে নেওয়ার মত বিষয় হলো এর ক্যামেরা মডিউল। শাওমি বরাবরের মতই তাদের ফোনে দুর্দান্ত ক্যামেরা সিস্টেম দিয়ে থাকে এবং এই ফোনও তার ব্যাতিক্রম নয়। ক্যামেরা মডিউল দেখতে যত সুন্দর কাজেও ততই জোস। পেছনের দিকে আছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনার দিকে রয়েছে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোন দিয়ে দারুণ দারুণ ছবি এবং ভিডিও ধারণ করা সম্ভব এবং অন্যান্য ফোনের মত এই ফোন থেকেও বাদ যায় নি 8K রেকর্ডিং।
৫০০০ mAh ব্যাটারির এই ফোন অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলবে ভারী কাজ করা হলেও। এই ফোন চারজ করার জন্য ফোনে পাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বক্সের ভেতরে পাবেন একটি ৩৩ ওয়াটের চার্জার যা দিয়ে নিমেষেই চার্জ করে ফেলতে পারবেন। ক্যাবলের পাশাপাশি ওয়ারলেস চার্জার দিয়েও চার্জ করে ফেলতে আপ্রবেন নিমেষেই। এন্ড্রোয়েড ১২ ও MIUI 13 এর মাধ্যমে অনেক ফিচার পেয়ে যাবেন এবং পাশাপাশি পারফর্মেন্স ও নিরাপত্তা আরেক পর্যায়ে চলে যাবে।
বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে এই ফোন হাতে নিলে অনেক সলিড একটা ফিল হয়। মেটাল ফ্রেম ও পেছনে গ্লাস থাকায় দেখতে যেমন প্রিমিয়াম লাগে হাতে নিয়ে ব্যবহার করতেও তেমন প্রিমিয়াম লাগে। এই প্রিমিয়াম ফোন ধুলাবালি বা পানিতে তার প্রিমিয়ামনেস হারাবে না। এই ফোনে IP53 রেটিং থাকায় ধুলাবালি ও পানি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে যা অনেক দরকারি একটা ফিচার।
এই ফোনের ডিস্প্লের কথা না বললেই না। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের একটি অ্যামোলেড ডিস্প্লে থাকায় ফোন ব্যবহার সময় একদম মাখনের মত মসৃণ মনে হবে। পাশাপাশি 1220×2712 পিক্সেল রেজুলেশনের হাই কোয়ালিটি ডিস্প্লে হওয়ায় মুভি বা সিরিজ দেখার ক্ষেত্রে অনেক দারুণ এক অভিজ্ঞতা পাবেন। আর রিফ্রেশ রেট বেশি হওয়ায় গেমিং ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে।
পরিশেষে বলা যায়, শাওমির এই ফোন এক প্রকার অল-রাউন্ডার ফোন যা এই প্রাইসে অনেক ফিচার দিচ্ছে। এতে আছে ভালো মানের ক্যামেরা মডিউল, বড়, স্মুথ ও সুন্দর ডিস্প্লে, ভালো প্রোসেসর এবং একটি ভালো ব্যাটারি। এসব থাকলে একটা ফোনের আর কী চাই? আপনি যদি একটি হাই পারফর্মেন্সের ফোন চান যা দিয়ে একই সাথে ভালো ক্যামেরার কাজ ও মিডিয়া দেখার কাজও করা যাবে, তাহলে আপনি এই ফোন নিজের পছন্দ তালিকায় রাখতে পারেন। এই মূল্যে এই ফোন দারুণ হবে।