চীনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস নতুন ফোন আনছে। মডেল ওয়ানপ্লাস নর্ড ৩ সিই লাইট ৫জি। এটি একটি সাশ্রয়ী দামের ৫জি হ্যান্ডসেট। ডিসপ্লে থেকে ক্যামেরা, প্রসেসর থেকে ব্যাটারি- সবকিছুতেই চমক থাকছে এই ডিভাইসে।
বিশ্ব বাজারে ক্যামেরার জন্য প্রসিদ্ধ হলেও অন্যান্য বিভাগেও যথেষ্ট উন্নতি করেছে ওয়ানপ্লাস। বিশেষ করে ব্যাটারিতে। বেশ কিছু স্মার্টফোনে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা দিয়েছে ওয়ানপ্লাস। যা এই প্রতিযোগিতামূলক বাজারে অনেকটাই এগিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি।
আগামী মাসের শুরুতে বাজারে আসবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি মডেল। এই স্মার্টফোনের পাশাপাশি নতুন ইয়ারবাড ও আনতে চলেছে প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোন লঞ্চ হওয়ার আগেই এটির একটি টুইটার ভিডিও পোস্ট করেছে ওয়ানপ্লাস। এই ভিডিও আরও উৎসাহ বাড়িয়ে দিয়েছে গ্রাহকদের মধ্যে। ভিডিও থেকে স্পষ্ট ইঙ্গিত নতুন স্মার্টফোনটির ডিজাইন পূর্ব মডেল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইটের মতোই রাখেতে চলেছে সংস্থা। অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে বেশি কিছু বদল থাকবে না।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনে মিলবে ৬.৭২ ইঞ্চির, ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ আইপিএস এলসিডি প্যানেল। থাকবে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। স্মুথ অপারেট করার জন্য স্মার্টফোনে মিলবে অ্যানড্রয়েড ১৩ সফটওয়্যার।
অন্যান্য মডেলের মতো এই স্মার্টফোনের কামেরার উপরও উচ্চ প্রত্যাশা গ্রাহকদের। যা বজায় রাখতে এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে চলেছে প্রতিষ্ঠানটি। ফ্রন্টে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
বর্তমানে স্মার্টফোনেই অধিকাংশ কাজ মিটিয়ে ফেলেন গ্রাহকরা। যা করতে গিয়ে শেষ হয়ে যায় ব্যাটারি। একবার চার্জে যাতে দিনভর স্মার্টফোন ব্যবহার করা যায় তার জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দিতে চলেছে ওয়ানপ্লাস।