স্মার্টফোন জগৎটা বড়ই অস্থির। সব ব্র্যান্ড একে অন্যকে ছাড়িয়ে যেতে হাজারো গবেষণায় ব্যস্ত। স্মার্টফোন ব্র্যান্ডের জগতে ওয়ানপ্লাস জনপ্রিয়তার কাতারে রয়েছে। ওয়ানপ্লাস ব্র্যান্ড এবার তার পরের ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস-১২ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। কিছু তথ্যচিত্র ফাঁস হয়েছে। আগের মডেলেও এমন ছবি ফাঁস হয়ে যায়।
ডিজাইনের অভিনবত্ব আসছে তা প্রায় নিশ্চিত করে বলা যায়। নতুন মডেলের প্রধান বৈশিষ্ট্য পেরিস্কোপ ফিচার; যা ডিসপ্লেতে চোখের সুবিধার জন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। সম্ভাব্য মডেলটিতে কালো চকচকে ফিনিশ দেখা যাচ্ছে। ফ্ল্যাশ (এলইডি) ক্যামেরা মডিউলের ওপরে বাম কোণে স্থাপন করা হয়েছে।
বড় পরিবর্তনের দেখা মিলবে সেলফি ক্যামেরায়, যা ডিসপ্লের কেন্দ্রে দৃশ্যমান হবে। ওয়ানপ্লাস-১২ দেখতে অনেকটা আইফোনসদৃশ। স্লাইডার ও পাওয়ার বোতামটি ডান প্রান্তে বসবে। আর ভলিউম রকারটি ফোনের বাম প্রান্তে দৃশ্যমান হবে।
১২০ গিগাহার্টজ রিফ্রেশ রেট। ৬.৭ ইঞ্চি ওলেড এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন থ্রি প্রসেসর অন্তর্ভুক্ত থাকবে। মডেলটি অক্টোবরে উন্মোচিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সময়ের আগেই তা আত্মপ্রকাশের গুঞ্জন উঠেছে।
ট্রিপল ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। স্মার্টফোনে ১০০ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে। ব্যাটারি সক্ষমতা ৫০০০ অ্যাম্পিয়ার।