বাজারে এলো ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডিং ফোন। মডেল ওয়ানপ্লাস ওয়ান। কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের বিক্রি শুরু হয়েছে।
এই ফোনে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট, ৭.৮২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফোনটিতে দুইটি সেলফি ক্যামেরাসহ একটি ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি য়েছে। যা ৬৭ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।
ওয়ানপ্লাস ওয়ান ১৬টি কেনা যাবে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভার্সনে। ফোনটির দ্বিতীয় ডিসপ্লেটি ৬.৩১ ইঞ্চির। এতে টুকে রেজুলেশন সাপোর্ট করে।
ডিভাইসটিতে হেসেলব্ল্যাড ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে সনির পিক্সেল স্ট্যাকড সিমোস সেন্সরসহ একটি ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে। এছাড়াও, ওমনি ভিসন ওভি৬৪বি সেন্সরসহ একটি ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং একটি তৃতীয় ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
এছাড়াও, কভার স্ক্রিনে একটি ৩২ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস ওয়ান মডেলে ৬৭ ওয়াটের সুপারভোক চার্জি সাপোর্টসহ একটি ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।