আগামী ফেব্রুয়ারিতে বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৫ আল্ট্রা’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বছরের শুরুতে চীনের বাজারে উন্মোচন করা হবে এটি। এর আগে প্রতিষ্ঠানটির এক নির্বাহী ফোনটি সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি ডিজিটাল চ্যাট স্টেশন নামে এক টিপস্টার ফেব্রুয়ারির শেষের দিকে প্রিমিয়াম স্মার্টফোনটির উন্মোচনের বিষয় জানিয়েছে।
বাজারসংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ইভেন্টের মঞ্চে শাওমি ১৫ আল্ট্রা দেখানো হতে পারে। কারণ চলতি বছরের শুরুর দিকে একই আয়োজনে শাওমি ১৪ আল্ট্রা স্মার্টফোন উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।
ফোনটিতে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, যা একে করে তুলবে সুপার ফাস্ট ও স্মুথ। কার্ভড এজের টুকে রেজল্যুশনের ওলেড ডিসপ্লে থেকে ব্যবহারকারীরা ১২০ হার্টজ রিফ্রেশ রেটের দুর্দান্ত স্মুথ অভিজ্ঞতা পাবে। এতে সহজ ও নিরাপদ আনলকের জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
বিশ্লেষকদের তথ্যমতে, ফোনটির ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে। পাশাপাশি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে শাওমির হাইপারওএস টু, যা সফটওয়্যার অভিজ্ঞতাকে করবে আরো উন্নত ও সহজ।
এর প্রধান ক্যামেরায় চারটি লেন্স থাকছে—এক ইঞ্চির সনি লিটিয়া এলওয়াইটি-৯০০ সেন্সর, স্যামসাংয়ের আইএসওসেল জেএন৫ সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যার সাহায্যে ১০০ গুণ পর্যন্ত এআই জুম করা যাবে।