আপনি যদি ভালো ক্যামেরা স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য সুখবর। রিয়েলমি তাদের একটি ফোনের সাথে অবিশ্বাস্য ডিল অফার করছে। এই ডিল পাওয়া যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনের উপর। ফলে স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও এতে রয়েছে লেদার ফিনিশ ডিজাইন। আর গেমিংয়ের মতো ভারী কাজের জন্যেও ফোনটি কার্যকরী।
রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি AMOLED প্যানেল স্ক্রিন দিয়েছে। এর ডিসপ্লে এইচডিআর১০ প্লাস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে।পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।