ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার ও সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতায় অপহৃত বিটিসিএল কর্মীকে উদ্ধার করল সিরাজগঞ্জ পুলিশ ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়।
মন্ত্রীর পোস্ট হুবুহু তুলে ধরা হল-
গতকাল রোববার সকালে হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন। একটি মেয়ের গলা। কান্নায় ভেজা গলাতে মেয়েটি প্রথমে আমার পরিচয় নিশ্চিত করে জানালো যে তার বাড়ি সিরাজগঞ্জে। তার ভাই বিটিসিএল এ চাকরি করে। একদিন আগে সে অপহৃত হয়েছে। অপহরণকারী তার ভাই এর ফোন থেকে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। আমি আমাদের সাইবার ক্রাইম বিভাগকে অপহৃতের পরিচয়সহ মোবাইল নাম্বারটা পাঠালাম। ওরা কালকেই তার অবস্থান মীর্জাপুরে নিশ্চিত করলো। একটু পরে আবার জানালো ওরা জায়গা বদল করছে। সিরাজগঞ্জের এসপিও যুক্ত হলেন এতে। একটু আগে মেয়েটি আনন্দের কান্নায় জানালো তার ভাইকে পাওয়া গেছে। আমাদের পুলিশ বাহিনী প্রযুক্তি যে দক্ষতার সাথে ব্যবহার করতে পারে এটি তার আরও একটি প্রমাণ।