ঋণের ভারে জর্জরিত র রিলায়েন্স কমিউনিকেশন-এর (RCom) ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন অনিল আম্বানি। শনিবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে। অনিল আম্বানির ছাড়াও ছায়া ভিরানি, রায়না কারানি, মঞ্জরি ক্যাকার এবং সুরেশ রাঙ্গাচার RCom-এর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এর আগেই সংস্থার ডিরেক্টর এবং মুখ্য আর্থিক আধিকারিক (CFO) পদ থেকে ইস্তফা দিয়েছেন মণিকান্থন ভি। ইস্তফাপত্রগুলি অনুমোদনের জন্য ঋণদাতাদের কমিটির কাছে পেশ করা হবে।’ বিপুল ব্যবসায়িক ক্ষতির জেরে দেউলিয়া অবস্থা RCom-এর। ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার মোট লোকসানের পরিমাণ ছিল ₹৩০,১৪২ কোটি টাকা।
ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও-র প্রবেশের পরে তীব্র প্রতিযোগিতার জেরে প্রবল মার খেতে শুরু করে RCom-এর ব্যবসা। তীব্র লোকসান এবং গলা পর্যন্ত ঋণের জোড়া ধাক্কায় এক সময় নিজেদের ওয়ারলেস ব্যাবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনিল আম্বানীর মালিকানাধীন সংস্থাটি। ২০১৭ সালের মার্চে শেষবার নিজেদের ঋণ সংক্রান্ত তথ্য জনসমক্ষে এনেছিল তারা। সে সময় RCom-এর ব্যাংক ঋণের পরিমাণ ছিল ৭০০ কোটি মার্কিন ডলার। এ ছাড়া ভেন্ডাররা তাদের থেকে বড় অংকের অর্থ পায়। বর্তমানে RCom-কে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে।