করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অন্যান্য দেশের মত ভারতেও চলছে লকডাউন। এ পরিস্থিতির কথা বিবেচনায় কলকাতার বিভিন্ন জায়গায় মোবাইল ভ্যানের মাধ্যমে ATM পরিষেবা দেয়ার কথা জানিয়েছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)।
এই পরিষেবায় গ্রাহকের একেবারে বাড়ির সামনে চলে আসবে টাকা ভর্তি মোবাইল ভ্যান। সেখান থেকেই তুলতে পারবেন টাকা।
এইচডিএফসি ব্যাংক থেকে জানানো হয়েছে, লকডাউনে ব্যাংকে বা এটিএম-এ যেতে অসুবিধায় পড়ছেন অনেকেই। আবার অনেক বেশি সংখ্যক মানুষ ব্যাংক বা এটিএম-এ পৌঁছে যাচ্ছেন। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
জানানো হয়েছে, প্রাথমিকভাবে কলকাতাতেই এই পরিষেবা শুরু হচ্ছে। প্রয়োজনে তা ছড়িয়ে দেয়া হবে অন্যান্য জেলায়।
ইতোমধ্যে নিউটাউনে এই ধরনের পরিষেবা দিতে শুরু করেছে কানাড়া ব্যাংক। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মোবাইল ATM পৌঁছে যাচ্ছে বিভিন্ন আবাসিক এলাকার সামনে। সেখান থেকেই টাকা তুলছেন সাধারণ মানুষ। গত ২০ এপ্রিল থেকে নিউটাউনে চালু হয়েছে এই পরিষেবা।