মুসলিম বিশ্বে এমন কোনো ইমানদার পাওয়া যাবে না , যিনি কিনা হালাল-হারাম বিবেচনা না করেই কোনো কাজে জড়িয়ে পড়েন । জীবনের প্রতিটি মূহূর্তে একবার হলেও বিবেচনা করতে হয় কাজটি আদোও হালাল নাকি হারাম ।
বিশেষ করে ব্যবসায়ীক বা আর্থিক ক্ষেত্রে এর অনেক দৃষ্টান্ত লক্ষ্য করা যায় ।
কিছু দিন ধরে অনেকের মনেই প্রশ্ন জাগে ফরেক্স ট্রেডিং হারাম কি হালাল ?
বিস্তারিত আলোচনা করা যাক !
একটু সোজা কথায় উত্তর দেওয়া যাক । মূলত ফরেক্স ট্রেডিং হলো সেই ফিন্যান্সিয়াল একটিভিটিজ যার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক গুলো বৈদেশিক মুদ্রা কেনা বেচা করে থাকে । সেসব দেশের সেন্ট্রাল ব্যাংক কর্তৃক তাদের মুদ্রার একটা ইন্টারেস্ট রেট থাকে।
আর যেহেতু ইসলামে এই ইন্ট্রেস্ট গ্রহণ করা হারাম সুতরাং ফরেক্স ট্রেডিংও হারাম ।
এছাড়াও এর পেছনে আরো একটি যুক্তি রয়েছে !
আপাত দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং অনেকটা নির্ভর করে ভাগের উপর । সোজা বাংলায় যাকে বলা হয়ে থাকে “জুয়া” । “জুয়া” যেহেতু ইসলাম পরিপন্থি সেকারণে ফরেক্স ট্রেডিং করাটাও অবৈধ অর্থাৎ হারাম !
তবে জানিয়ে রাখা ভালো ইদানিং ব্রকারেরা ইন্টারেস্ট ফ্রি একাউন্ট / ইসলামিক একাউন্ট / মুসলিম ফ্রেন্ডলি একাউন্ট ব্যবহার করে থাকেন । যেখানে কোনো ইন্টারেস্ট হিসেব করা হয় নাহ !
তবে হ্যা ! যদি আপনি সেই সকল কারেন্সিকে পণয় হিসেবে চিন্তা করে থাকেন তাহলে সে ক্ষেত্রে এটিকে হালাল বলে বিবেচনা করা যেতে পারে ।
শরীয়তে ব্যবসার সঙ্গা দিতে দিয়ে বলা হয়েছে , “ যে আর্থিক কর্মকান্ডে লাভ বা লোকশান উভয়ের সম্ভাবনা থাকে , এবং পণ্য বিক্রির মাধ্যমে সামান্য লভ্যাংশ লাভ করে সেটিই ব্যাবসা !
এখন মনে করুন আপনি গতকাল ১ কেজি সোনা ক্রয় করেছেন ৫ টাকা দিয়ে । আজ তার দাম ৪ টাকাও যেতে পারে , ৬ টাকাও যেতে পারে । তাই বলে কি সোনা বিক্রি করা হারাম ?
হাদিসে এসেছে, From ‘Ubada ibn al-Samit: The Prophet, peace be on him, said: “Gold for gold, silver for silver, wheat for wheat, barley for barley dates for dates, and salt for salt – like for like, equal for equal, and hand-to-hand; if the commodities differ, then you may sell as you wish, provided that the exchange is hand-to-hand.” (Muslim, Kitab al-Musaqat, Bab al-sarfi wa bay’i al-dhahabi bi al-waraqi naqdan; also in Tirmidhi).
অনেক ফরেক্স ট্রেডিং প্লার্টফর্মে কিন্তু সোনাকেও কারেন্সি হিসেবে দেখা হয় । তবে ঝামেলা গিয়ে বাধে বেধে দেওয়া ইন্ট্রেস্টে ! প্রতিবারে বেধে দেওয়া ইন্টারেস্ট পার্সেন্টেজ ফরেক্স ট্রেডিং কে আবার প্রশ্নবিদ্ধ করে !