অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার কাজ চলছিল। অবশেষে বাজারে এল ‘ভিভো আইকিউoo’। বিশ্ব মানের স্পেসিফিকেশান সহ লঞ্চ হয়েছে নতুন ফোনটি। মোবাইল গেমার ও ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে তৈরী হয়েছে এই ডিভাইস। থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, সাথে থাকছে ভেপার কুলিং সিস্টেম।
প্রাইমারি ক্যামেরায় থাকছে সনি আইএমএক্স৩৬৩ সেন্সার। পিক্সেল ৩ ফোনে একই সেন্সার ব্যবহার হয়েছে। থাকছে ফাস্ট চার্জিং। তে থাকছে ১২ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ।
চিনে ২,৯৯৮ ইউয়ান থেকে ‘ভিভো আইকিউoo’ এর দাম শুরু হচ্ছে। একাধিক স্টোরেজ ও র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টে থাকছে ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। টপ ভেরিয়েন্টে থাকছে ১২ জিবি আর ২৬৫ জিবি স্টোরেজ।
ভিভো ফোনটিতে থাকছে ৬.৪১ ইঞ্চি ডিসপ্লে। ফোনের ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল, সাথে থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা।