গুগল বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য প্রদর্শন করছে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল তার হোম পেজে নতুন ডুডল তৈরি করেছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘সমান চিন্তা, বুদ্ধিদীপ্ত নির্মাণ, পরিবর্তনের জন্য উদ্ভাবন’।
ডুডলে, গুগল বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য প্রদর্শন করছে। ডুডলের থিমটি হলো ‘নারীর ক্ষমতায়নে নারী’। উদ্ধৃতিগুলোর ডিজাইন করেছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রতিভাবান অতিথি নারী শিল্পীরা।
প্রেরণামূলক উদ্ধৃতির পাশাপাশি বর্ণিল এই ডুডল সাজানো হয়েছে বাংলাসহ ১১টি বিভিন্ন ভাষায় ‘নারী’ শব্দটি লেখার মাধ্যমে।