কমদামে স্মার্টফোন আনছে টেক জায়ান্ট গুগল। শুধু ফোনই নয়, নতুন পরিধানযোগ্য ডিভাইস, স্মার্ট হোম স্পিকার এবং ওয়েব ক্যামেরাও রয়েছে তালিকায়। গুগল বলছে, নতুন এই নন-প্রিমিয়াম স্মার্টফোনটি উদিমান বাজার ধরতেই বাজারে ছাড়া হবে। এটি অ্যাপল-এর কমদামের ফ্ল্যাগশিপ আইফোন এক্সআর-এর চেয়েও কম হবে।
আন্তর্জাতিক প্রতিবেদন থেকে জানা যায়, হার্ডওয়্যার শিল্পে গুগল নতুন নয়। তারা মেড বাই গুগল-এর পিক্সেল ফোন তৈরির আগে প্রতিষ্ঠিত ব্র্যান্ড এইচটিসি, এলজি’র ডিভাইসের সাথে কাজ করেছে। শুধু তাই নয়, গুগলের ভারতে এন্ট্রি-লেভেল ফোনের বাজার ধরতে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছে। তবে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্মটি আবারও বাজারজাত করা হয়েছে এবং এটি এই বাজেট ফোনের মধ্যেই সীমাবদ্ধ নয়।
নিকেইয়ের ঐ রিপোর্টে গুগল দাবি করেছে, দক্ষিণ এশিয়ার বাজার ধরতে গুগল শত শত অ্যাপল হার্ডওয়্যার প্রকৌশলী এবং সাপ্লাই চেইন বিশেষজ্ঞকে ভাড়া করেছে বলেও জানিয়েছে।