যুক্তরাষ্ট্রের বাজার দখল করতে নতুন দুটি স্মার্টফোন আনছে ফিনল্যান্ডের মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়া। এর একটি নকিয়া ৩.১, অন্যটি নকিয়া ২ভি।
প্রতিষ্ঠানটি ২০১৩ সালে মোবাইল ডিভাইস তৈরি বন্ধ করে দেয়। বেচে দেয় টেক জায়ান্ট মাইক্রোসফটের কাছে।
কয়েক বছরের মধ্যে তারাও গুটিয়ে যায়। ২০১৬ সালে একই দেশের নবগঠিত কোম্পানি এইচএমডি গ্লোবালের কাছে নাম ও স্বত্ব বিক্রি করে দেয় মাইক্রোসফট।
৩৫০ মিলিয়ন ডলারে নকিয়ার পুরানো ফিচারফোন বিভাগকে কিনে নেয় প্রযুক্তি জায়ান্ট ফক্সকন’র সহযোগী এ প্রতিষ্ঠানটি।
স্বত্ব কেনার পর গত কয়েক বছর ধরে ফোনটির টেকসই এবং সহজলভ্যতা গুণ ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়েছে এইচএমডি।
নকিয়া ২ভি ফোনটির পেছনে ৫ মেগাপিক্সেল এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
১ গিগাবাইট র্যামের পাশাপাশি ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে ৮ গিগাবাইট মেমোরি।
প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫। ফোনটিতে ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির দাম সম্পর্কে কিছুই জানা যায়নি।