ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী এক মাসের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। এতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। গতকাল সকালে রাজবাড়ীর দৌলতদিয়ায় একটি রেস্ট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, শুধু টেলিভিশনের ক্ষেত্রে নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হাওড় ও উপকূলীয় এলাকায় যোগাযোগ রক্ষা করা সহজ হবে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদানসহ কৃষি ক্ষেত্রেও ব্যবহার করা হবে।
এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী দৌলতদিয়ার মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অধ্যক্ষ শেখ সালাউদ্দিন মাহমুদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।