দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ব্যবসা বা ই-কমার্স। করোনাভাইরাসের কারণে এ সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেছে। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি, নতুন উদ্যোক্তারা সরাসরি ফেসবুকভিত্তিক গ্রুপ বা পেজ খুলে অনলাইনে পণ্য বিক্রির ব্যবসা শুরু করেছেন। নিত্যপণ্য থেকে শুরু করে জামা-কাপড়, ইলেকট্রনিকসসহ সব ধরনের পণ্যই এখন অনলাইনে কেনাবেচা হয়।
বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধি করছেন। এসব উদ্যোক্তার মধ্যে বেশির ভাগই নারী। নতুন কিছু উদ্যোক্তাও রয়েছেন, যাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাঁরা করোনাকালীন সৃজনশীলতা কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন।
- ময়মনসিংহের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদসমূহ।
- ই-ট্যুরিজমে ময়মনসিংহে নির্মিত দেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট মসজিদ।
- ই-কমার্স ব্যাপক সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র।
- লাখ টাকার লাল চিনি বিক্রি করেছেন ময়মনসিংহের আখতার রোকসানা।
- ই-কমার্সে ময়মনসিংহের পাটশিল্প সম্ভাবনা।
- সরিষাবাড়িতে বিশ্বের প্রথম পাট পাতার পানীয় ‘চা’ কারখানা।
- ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা।
- মৃৎশিল্পে আধুনিকায়ন এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব।
- ই-কমার্সের মাধ্যমে মৃৎশিল্পকে জনপ্রিয় করছেন ময়মনসিংহের তাপস চন্দ্র পাল।
- “ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”।
- ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী জামদানী তাঁত।
- ময়মনসিংহের ই-কমার্সে নতুন সম্ভাবনা তৈরী করতে পারে “কাসাভা”।
- ই-কমার্সে ময়মনসিংহে উৎপাদিত চা এর সম্ভাবনা।
- ময়মনসিংহের ই-কমার্সে মাল্টা চাষে সম্ভাবনা।
- ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম।
- শিক্ষা নগরী ময়মনসিংহ এবং এর ই-কমার্স সম্ভাবনা।
- ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা।
- একটি গুটি, লাখো মানুষ আর প্রায় তিন’শ বছরের পুরোনো ঐতিহ্য।
- ময়মনসিংহের হারিয়ে যাওয়া কাউন শস্য ফিরিয়ে আনতে পারে ই-কমার্স।
- ই-কমার্সে ময়মনসিংহের “পান” সম্ভাবনা।
- ময়মনসিংহের ই-কমার্সে গৌরিপুরের চল্লিশা আলুর সম্ভাবনা।
- ময়মনসিংহের ই-কমার্সে সীডলেস লেবু চাষের সম্ভাবনা।
- ময়মনসিংহের ই-কমার্সে সৌদি খেজুরের সম্ভাবনা।
- ময়মনসিংহের ই-কমার্সে ড্রাগন চাষে সম্ভাবনা।
- ই-কমার্স বদলে দিতে পারে হালুয়াঘাটের তাঁতশিল্পকে।
- ময়মনসিংহের পর্যটন ও দর্শনীয় স্থান।