অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গিয়ে অনেকেই অনেক কিছু বুঝে উঠতে পারেন না কীভাবে কি করবেন। যারা জানেন না তাদের জন্য এখানে কিছু টিপস দেয়া হলো।
এটা মূলত সিম্পনি অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এতে থাকছে অ্যান্ড্রয়েডের কিছু সেটিংস সম্পর্কে ধারণা:
সিম ম্যানেজমেন্ট
এর কাজ হচ্ছে, আপনার কাছে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে তার মধ্যে থাকে ২টা সিম। এখন আপনি চাচ্ছেন একটা সিম ওপেন করে রাখবেন তাহলে আপনি sim management এ ক্লিক করলে দেখবেন ২ টা সিম আপনার অন অবস্থায় দেখাচ্ছে। এখান থেকে ইচ্ছে করলে আপনি সিম বন্ধ বা খুলতে পারেন। sim management এর মধ্যে পাবেন voice call, video call, messeging, data connection.
আপনারা অনেক সময় কাউকে কল করে দেখবেন, অনেক সময় আপনি যে সিম দিয়ে ফোন দিয়েছেন সেই ফোনে কল না গিয়ে অন্য সিম দিয়ে যাচ্ছে। এর কারণ কি? এ জন্য আপনাদের যা করতে হবে– voice call, video call এবং messaging এ গিয়ে always ask সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি নেট ইউজ করতে চান তাহলে আপনি যে সিম দিয়ে নেট ইউজ করবেন তার জন্য data connection এ গিয়ে আপনার সেই সিম সিলেক্ট করে দিতে হবে। আর আপনি দেখবেন সেইখানে অন এবং অফ করার সিস্টেম আছে।
ওয়াইফাই
আপনারা সবাই জানেন wi-fi কি? কিন্তু আপনি একটি জায়গায় বেড়াতে গেলেন সেখানে গিয়ে দেখলেন ওখানে ওয়াইফাই আছে। এখন আপনার মন চাচ্ছে ওয়াইফাই ব্যবহার করবেন। তাহলে আপনি সেটিংসে গিয়ে দেখবেন Wi-Fi লিখা আছে আপনার কাজ হচ্ছে ওয়াইফাই যদি অফ থাকে অন করে দেয়া আর কানেক্ট করে দেয়া। এখন আপনি পাসওয়ার্ড জানলে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।
ব্লুটুথ
আপনারা মূলত bluetooth ব্যবহার করেন কোন ফাইল আদানপ্রদানের জন্য। কিন্তু কিছু কিছু মোবাইল আছে ডাটা ক্যাবল কানেক্ট করে আপনার মোবাইলের নেট কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।
ডাটা ইউজেস৪
আপনার মোবাইলের সিমের নেট অফ করতে চাইলে আপনি data usage থেকে mobile data অফ করে দিতে পারেন এবং data usage থেকে আপনি কত এমবি ফেসবুক ব্যবহার করেছেন এবং আপনার মোবাইলে যত প্রকার apps আছে তার কতটুকু ব্যবহার করছেন বিশেষ করে আপনার মোবাইল ব্রাউজার, আপনার কিছু গেইম ইত্যাদি।
মোর অপশন
আপনারা এখানে পাবেন, airplane mode, vpn, mobile network. আপনারা airplane mode ব্যবহার করে আপনার মোবাইলের সব কাজ করতে পারবেন শুধু কথা ছাড়া। airplane mode অন করা মানে আপনার মোবাইল সিম কোন নেটওয়ার্ক পাবে না। vpn ব্যবহার করা হয় ip হাইড করার জন্য। মনে করেন আপনি বাংলাদেশে থাকেন কিন্তু আপনি চাচ্ছেন আপনি বাংলাদেশ থেকে নেট ব্যবহার করবেন কিন্তু আমেরিকা বা অন্য দেশের নাম দেখাবে তখন আপনি vpn এর মাধ্যমে কাজটি করতে পারবেন।
অডিও প্রোফাইল
আপনারা এর মাধ্যমে আপনার মোবাইলকে সাইলেন্স, ভাইভ্রেশন, রিংগার এবং আপনার মোবাইল রিংটোন সিলেক্ট করতে পারবেন।
ডিসপ্লে
আপনারা এর মাধ্যমে আপনার ফোনের ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারবেন। ওয়ালপেপার যাকে বলে ইমেজ সিলেক্ট করে আপনার মোবাইলের ডিসপ্লেতে নিয়ে আসাতা করতে পারবেন। স্লিপ মোডে রাখতে পারবেন। ফন্ট সাইজ বড় এবং ছোট করতে পারবেন।