ফেনী জেলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা গুলো মধ্যে একটি। এ জেলার ইতিহাস যেমন প্রসিদ্ধ তেমনি এর উন্নয়ন এর কাজও এগিয়ে চলেছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে নতুন একটি অর্জন এ জেলার ঝুলিতে জমা পড়ে৷ বাংলাদেশের প্রথম ও একমাত্র ছয় লেন উড়ালসেতু ফেনীতে অবস্থিত এবং এটি ২০১৮ সালের ৪ঠা জানুয়ারি উদ্বোধন করা হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ফেনী জেলার সদরে মহিপাল নামক জায়গায় ছয় লেন সেতুটির নির্মাণ এ ব্যয় হয়েছিলো ১৮১ কোটি ৪৮ লাখ টাকা।২০১৫ সালের ১ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয় যা শেষ হয় ২০১৭ সালের শেষ এ। ফ্লাইওভারের মূল দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার ৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ ৭ দশমিক ৫ মিটার, সংযোগ সড়কের দৈর্ঘ্য ১ হাজার ১৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাথের দৈর্ঘ্য ২ হাজার ২১০ মিটার, পিসি গার্ডার ১৩২টি।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার এর কন্সট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে মহিপালে এই ফ্লাইওভারের নির্মাণকাজ করা হয়েছিলো।এ প্রকল্প বাস্তবায়নের ফলে, ফেনী হয়ে ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, পার্বত্য জেলাসমূহ, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, ফরিদপুর, সিলেট অঞ্চলে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন নিয়মিত যানজটের কবল থেকে মুক্তি পেয়েছে।