লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই।
পাঁচ একর জমির উপর অবস্থিত রাজগেট, জমিদার প্রাসাদ, অন্দর মহল, অন্দর পুকুর, শান বাঁধানো ঘাট এ সবই সবার দৃষ্টি আর্কষণ করে।
ইতিহাস থেকে জানা যায়, লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব নামে জনৈক একজন ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্য এখানে আসেন। তার পুত্র ব্রজবল্লভ স্বীয় দক্ষতায় ব্যবসার প্রসারণ ঘটান। ব্রজবল্লভ পুত্র গৌরকিশোর কলকতায় লেখা-পড়ার সুবাধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহচার্যে আসেন এবং জমিদারি কিনেন। গৌরকিশোর ১৮৬৫ খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন।
গৌরকিশোর রায় ও রানী লক্ষ্মীপ্রিয়া ছিলেন নিঃসন্তান। তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দ কিশোরকে পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেন।
গোবিন্দ কিশোরের পুত্র নলিনী কিশোর রায় চৌধুরী তাদের জমিদারির খাজনা আদায়, তদারকি ও প্রসারে দক্ষতার পরিচয় দেন।
জমিদার বাড়ির প্রাচীর, অন্দরমহল, নির্মাণ সামগ্রী বিশেষ করে কয়েক টন ওজনের লোহার বিম বিরাটাকার লোহার সিন্দুক, নৃত্যশালা, বহিরাঙ্গন দেখতে আজও মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসে।
দালাল বাজার এন. কে উচ্চ বিদ্যালয়, চব্বিশ একর আয়তনের বিশালাকার খোয়াসাগর দীঘি, কোদাল ধোয়া দিঘি জমিদারের স্মৃতি বহন করছে।
লেখক,
নাসির উদ্দিন