২০১৮ সালে চায়না মোবাইলের নিট মুনাফা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১১ হাজার ৭৭৮ কোটি ইউয়ানে (১৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলার) পৌঁছেছে। ব্যয় হ্রাসে গুরুত্ব দেয়ার পাশাপাশি পরিচালনগত দক্ষতা বৃদ্ধির কারণে নিট মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানটির। খবর টেলিকম এশিয়া।
প্রাথমিক হিসাবে দেখা গেছে, চায়না মোবাইলের পরিচালন আয় দশমিক ৫ শতাংশ কমেছে। তবে আয় হিসাব করার নতুন মানদণ্ড আইএফআরএস ব্যবহার করে ২০১৭ সালের ফলাফল পুনঃহিসাব করা হলে দেখা যায় পরিচালন আয় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এছাড়া টেলিকমিউনিকেশন সেবা বিভাগের আয় প্রাথমিকভাবে দশমিক ৪ শতাংশ কমে যাওয়ার তথ্য দেয়া হলেও তা নতুন হিসাব অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬৭ হাজার ৯০ কোটি ইউয়ানে পৌঁছেছে।
গত বছরের আগস্টে কোম্পানিটির টাওয়ার বিভাগ চায়না টাওয়ারের সঙ্গে নিবন্ধিত হওয়ার বিষয়টিও নিট মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে। কোম্পানিটির মোট গ্রাহক ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ কোটি ৫০ লাখে পৌঁছেছে। এর মধ্যে ৭১ কোটি ৩০ লাখই ফোরজির গ্রাহক। ২০১৭ সালের তুলনার কোম্পানিটির ফোরজির গ্রাহক বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। তবে তীব্র প্রতিযোগিতার কারণে গ্রাহকপ্রতি গড় আয় বা মোবাইল এআরপিইউ ৮ শতাংশ কমে ৫৩ দশমিক ১ ইউয়ানে দাঁড়িয়েছে।
মোবাইল আরপিইউ কমলেও ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার ৩৯ শতাংশ বেড়ে ১৫ কোটি ৭০ লাখে পৌঁছেছে। এগুলোর মধ্যে আবার ১৪ কোটি ৭০ লাখই হাউজহোল্ড ব্রডব্যান্ড ব্যবহারকারী। হাউজহোল্ড ব্রডব্যান্ড এআরপিইউ ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৪ ইউয়ানে পৌঁছেছে।
চায়না মোবাইলের চেয়ারম্যান ইয়াং জেই বলেন, ‘টেলিযোগাযোগ কোম্পানিগুলোর জন্য ২০১৮ সাল খুবই চ্যালেঞ্জিং একটি বছর। বাজারে তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করার পাশাপাশি চলমান সংস্কার কর্মসূচির কারণে সৃষ্ট শীর্ষ প্রতিবন্ধকতাগুলো সামলানো ছাড়াও ব্যবস্থাপনা আরো দক্ষ করে তুলতে আমরা কোম্পানির সবাইকে ‘বিগ কানেক্টিভিটি’ কৌশল গ্রহণে উৎসাহ দিয়ে যাচ্ছি।’