আজ পি সিরিজের তিনটি স্মার্টফোন পি৩০,পি৩০ প্রো,পি৩০ লাইট অবমুক্ত করবে হুয়াওয়ে । মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় প্যারিসে এই ইভেন্টে লঞ্চ হবে হুয়াওয়ে এর ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোনগুলি। পি৩০ আর পি৩০ প্রো ফোনে থাকছে কোম্পানির মিডরেঞ্জ কিরিন ৯৮০ চিপসেট। তিনটি নতুন স্মার্টফোনের সাথেই লঞ্চ হতে পারে একাধিক অ্যাসসেসারিজ। কোম্পানির ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, আগে যেমনটা গুজব শোনা গিয়েছিল তেমনই ডিভাইসের পেছেনে কোয়াড ক্যামেরা সিস্টেম দেখা গেছে। রাতে ভালো মানের রেকর্ডিং এবং নতুন ‘ডুয়াল-ভিউ’ ভিডিও মোডের বিস্তারিত তথ্যও দেখা গেছে ওই পাতায়।
সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী পি৩০ এবং পি৩০ প্রো এর মধ্যে মূল পার্থক্য থাকবে এর ক্যামেরার জুমিং সিস্টেমে। পি৩০ প্রো তে থাকবে ১০গুন জুম এর ক্ষমতা সম্পন্ন পেরিস্কোপ স্টাইল ক্যামেরা অপরদিকে পি৩০ এর মধ্যে থাকবে ৫ গুন সম্পন্ন জুমিং সিস্টেম।