দক্ষিণ এশিয়ায় ন্যারো ব্যান্ড ইন্টারনেট অব থিংস (এনবি-আইওটি) নেটওয়ার্ক সুবিধা চালু করা শীর্ষ অপারেটরগুলোর মধ্যে গ্রামীণফোনকে স্বীকৃতি দিয়েছে মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন ‘জিএসএমএ’।
বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে গ্রামীণফোন এ বিশ্ব স্বীকৃতি অর্জন করল।
জিএসএমএর এ স্বীকৃতি একই সঙ্গে বাংলাদেশ ও গ্রামীণফোনকে আইওটির বিশ্ব মানচিত্রে জায়গা করে দিয়েছে। এনবি-আইওটি এক ধরনের অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি, যা প্রতিদিন ওয়েস্ট বিন ও পাওয়ার মিটারের মতো সারাদেশে কোটি মানুষের জন্য যোগাযোগে সংযোগ নিশ্চিত করে। একই সঙ্গে এনবি-আইওটি অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী।