নতুন ফাস্ট-চার্জার বানিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি। ১০০ ওয়াট পাওয়ার দিয়ে স্মার্টফোন চার্জ করতে পারে এই চার্জার।
চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে এই চার্জারর একটি ভিডিও পোস্ট করেছেন শাওমির রেডমি ব্র্যান্ডের মহাব্যবস্থাপক লু ওয়েইবিং। এতে দেখা গেছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির একটি স্মার্টফোন শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হচ্ছে মাত্র ১৭ মিনিটে।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, এযাবত সবচেয়ে দ্রুতগতির চার্জার ছিল অপোর ভুক। ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ৬৫ শতাংশ চার্জ করতে এই চার্জার সময় নেয় ১৭ মিনিট।
নতুন ফাস্ট-চার্জিং প্রযুক্তি কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি শাওমি। টাইপ-সি কানেক্টরগুলো ইতোমধ্যেই ১০০ ওয়াট পাওয়ার নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ছোট ব্যাটারিতে তা সরবরাহ করাটাই হলো একটি চ্যালেঞ্জ।
৩৪০০ এমএএইচ ব্যাটারিকে দুইটি আলাদা ১৭০০এমএএইচ ব্যাটারি সেলে ভাগ করে এই কাজটি করে থাকে অপোর সুপার ভুক চার্জার।
শাওমির কোনো স্মার্টফোনে নতুন এই চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত করে বলা হয়নি।