দুই শত সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন বাংলাদেশ। শনিবার (২৩ শে এপ্রিল) ধানমন্ডিতে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় এই ঈদ বস্ত্র বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুবই খুশি ছিন্নমূল এসব শিশু।
“স্বপ্নালোড়ন” নাম টা শুনলে দুইটি শব্দ মাথায় আসে একটা স্বপ্ন আর একটা আলোড়ন। দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অধিকার নিশ্চিতে কাজ করা এই সেচ্ছাসেবী সংগঠন টি ৭ বছর যাবৎ এ সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের আলোড়ন ঘটিয়েছে যথাসম্ভব । বছর জুড়ে পড়ানো ও বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব শিশুদের সাথে উদযাপনের পাশাপাশি ঈদে নতুন জামা কাপড়, খাবার দিয়ে ওদের ঈদ আনন্দ বাড়িয়ে দেবার প্রচেষ্টা থাকে স্বপ্নালোড়নের।
২০১৫ সাল থেকে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছে স্বপ্নালোড়ন। মিরপুর ও ইস্কাটন দুটি ক্যাম্পে সেখানকার দরিদ্র ও পথশিশুদের নিয়মিত পড়াশোনা করায় এখানকার স্বেচ্ছাসেবকরা। তারই ধারাবাহিকতায় টানা ৭মবারের মতো এ ঈদ আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, ডিএমপি প্রটোকল ও প্রটেকশন বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার, নিউ মডেল স্কুলের অধ্যক্ষ আ স ম ফিরোজ এবং স্বপ্নালোড়নের উপদেষ্টা সাংবাদিক ফয়সাল তিতুমীর এছাড়া স্বপ্নালোড়ন বাংলাদেশ এর প্রায় ৩৫ জন সদস্য ও তাদের ক্যাম্প এর শিশুরা।
অনুষ্ঠানে ডিএমপি প্রটোকল ও প্রটেকশন বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন,”তাদের মত নিঃস্বার্থ ভাবে কাজ করার মানুষ খুব কম।তারা কেউ ই সমাজের বিত্তবান ঘরের নয় বা বিলাসবহুল জীবন নয়। তাও তারা নিজেদের সাধ্যে থেকে এই শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।”
নিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক আ স ম ফিরোজ বলেন,”আমাদের এই সংগঠন নিয়ে গর্ব করা উচিত কারন এইসকল শিশুদের নিয়ে কেউ ভাবে না।কিন্তু এই ছেলেমেয়েগুলো শুধু নিজেদের ঈদের আনন্দ না শিশুদের ও ঈদ আনন্দ নিয়ে এসেছে।তাই এদের পাশে আমি সব সময় ছিলাম ও থাকব।”
অনুষ্ঠানে শেষে শিশুদের কে ইফতার করানো হয় এবং ঈদের উপহার দেয়া হয়।