সম্প্রতি থাইল্যান্ডে মাইক্রোটিক এর আইপিভার্সন-৬ এবং সিকিউরিটি ভেন্ডর সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয় । সেখানে তিতাস সরকার এই পরীক্ষাগুলোতে সরারসি অংশগ্রহন করেন এবং সবগুলো পরীক্ষাতে সফল ভাবে উত্তীর্ণ হন। এর আগেও তিনি একাধিক মাইক্রোটিক রাউটার এর বিভিন্ন ভেন্ডর সার্টিফিকেট অর্জন করেন।
তিনি একমাত্র বাংলাদেশি যে মাইক্রোটিক -এর ৯টা ভেন্ডর পরীক্ষাই যেকোন দেশে গিয়ে নিতে পারবেন। তিনি ইতিমধ্যে ইন্ডিয়া ও নেপালে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন।
আগ্রহীরা মাইক্রোটিক এর ওয়েবসাইটে ট্রেনিং সেকশনে গিয়ে কোন দেশে কি কি ট্রেনিং হচ্ছে তা দেখে নিতে পারেন।
তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি ই-লার্নিং এবং ট্রেনিং নিয়ে কাজ করছে ২০১৩ সাল থেকে। আইটিতে ক্যারিয়ার গড়তে সহায়ক বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল তৈরি করে থাকেন । কোর্সগুলো ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে । আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন।
এছাড়া তিনি ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন, বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে ।