মানিকগঞ্জের তাঁত পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ করে দিতে ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে ‘ডিজিটাল কমার্স মেলা’। আগামী ২৯ মে দিনব্যাপী চলবে এই মেলা।
দেশের প্রান্তিক ব্যবসা-বাণিজ্য ও সম্ভাবনাকে প্রযুক্তির সাহায্যে সমগ্র দেশ ও দেশের বাহিরে ছাড়িয়ে দিতে ’ডিজিটাল পল্লী’ প্রকল্পের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)। এতে যৌথভাবে কাজ করছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছয় টি গ্রাম বেছে নেওয়া হয় দেশের প্রথম ডিজিটাল পল্লী বা ডিজিটাল কমার্স ভিলেজ হিসেবে। ই-কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনার লক্ষ্যে প্রকল্পের আওতায় ২০০ জন তাঁতীকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ।
প্রকল্পের শেষ পর্যায় এসে আয়োজন করা হচ্ছে ডিজিটাল কমার্স মেলা। আজ রাত ৯ টায় মেলা উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে টেকজুমের ভার্চুয়াল লাইভ। এতে আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে থাকছেন ডিজিটাল পল্লীর কনসালটেন্ট মীর শাহেদ আলী এবং ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর প্রেসিডেন্ট কাকলী তালুকদার।