বিপিসি ও ই-ক্যাব এর যৌথ উদ্যোগে ডিজিটাল পল্লী নামক প্রজেক্টে মানিকগঞ্জের তাঁতের শাড়িকে প্রচারের দ্বায়িত্ব পেয়েছিলো ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)। ইডিসি গত প্রায় দেড় মাস এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি৷ ইডিসি’র একজন সদস্য হিসেবে মানিকগঞ্জের তাঁত পল্লী থেকে শাড়ি সংগ্রহ, তাঁতিদের অভিজ্ঞতা, কাজ সব সম্পর্কে বেশ তথ্য জানার সুযোগ হয়েছে। আমরা অনলাইনে প্রায় ৮০০ মানিকগঞ্জের তাঁতের শাড়ি বিক্রি করেছি।
২৯ মে ধানমন্ডির ম্যারিয়ট সেন্টারে ২০ জন দেশীয় পণ্যের নারী উদ্যোক্তা মানিকগঞ্জের তাঁতের শাড়ির স্টল নিয়ে আছি৷ যদিও আমরা ভিন্ন ভিন্ন দেশীয় শাড়ি নিয়ে কাজ করছি কিন্তু শুধুমাত্র মানিকগঞ্জের তাঁতের শাড়িকে জনপ্রিয় করার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহন করছি।
স্বত্বাধিকারী তেজস্বী, উম্মে সাহেরা এনিকা, বলেন, সারাদেশ থেকে অনেকেই এই মেলায় অংশগ্রহণ করছে। ফেসবুকে এ নিয়ে অসংখ্য পোস্ট আসছে। শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারের আইডিয়া আরিফা মডেলের সুফল আমরা মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচারের দেখতে পেয়েছি। আশা করছি কয়েকজন উদ্যোক্তারা এভাবে চেষ্টা করলে আরো অনেক জেলা পণ্য এভাবে পরিচিতি পাবে ইনশাআল্লাহ। মেলায় আসা সকলের জন্য শুভকামনা ।
সেবতি’স ড্রেস কর্ণারের স্বত্বাধিকারী, আরজেনা হক সেবতি বলেন, আসসালামলাইকুম। ডিজিটাল কমার্স মেলায় মানিকগঞ্জের শাড়ীর স্টল নেয়ায় আমার অভিজ্ঞতা বেশ দারুন।মেলায় শুধুমাত্র আমরা মানিকগঞ্জের তাঁতের শাড়ী নিয়ে ২০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছি,এটা সত্যি অনেক আনন্দের অনুভূতি। মানিকগঞ্জ জেলায় তাঁতের শাড়ী উৎপাদণ হয় সেটা জেনে এক ধরনের আগ্রহ তৈরী হয়েছিল শাড়ী গুলো কেমন সেটা দেখার জন্য,ইডিসি, ই ক্যাব ও ডিজিটাল পল্লী প্রজেক্টের মাধ্যমে মানিকগঞ্জ এর শাড়ীর মেলায় অংশগ্রহণ করবো এবং সেখানে একটা জেলার ২৪ ক্যাটাগরির শাড়ী আমাদের সবার স্টলগুলোতে থাকবে।এতে করে প্রচার যেমন হবে তেমনিভাবে মেলায় আগত দর্শনার্থীদের সরাসরি ফিডব্যাক জানতে পারবো,তাদের অনুভূতি কি মানিকগঞ্জ এর শাড়ীর সম্পর্কে সেটা জানতে পারবো মেলার স্টল থেকে এই ব্যাপারটা খুব ভাল লাগছে।
‘নীল মৃত্তিকা’ স্বত্বাধিকারী, মিতা পাল যুথী বলেন, বানিজ্য মন্ত্রণালয়ের বিপিসি, ইক্যাব ও ইডিসি কতৃক আয়োজিত মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রথম মেলা হতে যাচ্ছে ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে আগামী ২৯ মে ২০২২। মানিকগঞ্জের সাটুরিয়া তাঁতপল্লীকে ডিজিটাল পল্লীতে রূপান্তরের জন্য মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচার প্রচারনায় অংশগ্রহণ করতে উক্ত মেলায় নীল মৃত্তিকার একটি স্টল থাকবে। আমি দেশীয় শাড়ির একজন উদ্যোক্তা হিসাবে এ মেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।
মানিকগঞ্জের তাঁতের শাড়ির এই মেলায় ইডিসি আমাকে সিলেক্ট করেছে জন্য আমি কৃতজ্ঞ। ইডিসি টিমের সাথে এমন কাজের সুযোগ পাওয়াটা অনেক বড় ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছি। দেশের ইতিহাসে এই প্রথম মানিকগঞ্জ জেলার তাঁতের শাড়ি নিয়ে আয়োজিত মেলায় আমার অংশগ্রহণ আমাকে আরও এক ধাপ এগিয়ে যেতে সহযোগীতা করলো ইডিসি।
আশা করি মানিকগঞ্জের তাঁতের শাড়ির এই মেলায় সকলের অংশগ্রহণ মেলা সফল করতে সাহায্য করবে। মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচার ও ব্যবহার বৃদ্ধি ই এই মেলার উদ্দেশ্য।
দোলা রোদেলা বুটিক’স এর স্বত্বাধিকারী, আইরিন আক্তার রিতা বলেন, গত একমাস আগে ও জানা ছিলো না মানিকগঞ্জের সাটুরিয়া গ্ৰামে তাঁত শিল্প রয়েছে। যেখানে সুন্দর সুন্দর শাড়ি বোনা হচ্ছে তাঁতির দক্ষ হাতে পরম মমতায়।যার কোয়ালিটি নিয়েও কোনো ধারনা ছিলো না আমার।ডিজিটাল পল্লীর উদ্যোগে মানিকগঞ্জের সাটুরিয়া গ্ৰামকে প্রথম ডিজিটাল গ্ৰাম হিসেবে ঘোষণা করা হয়।যার ফলে মানিকগঞ্জ তাঁত শিল্প নিয়ে আমরা জানতে পেরেছি।আমরা এখন পর্যন্ত মানিকগঞ্জের তাঁতের শাড়ি নিয়ে ২২/৩৪ রকমের শাড়ির ধারনা পেয়েছি যা তাঁতিরা বুনন করছেন। কিন্তু তারা নিজেদের অঞ্চলের শাড়ি বলে প্রচার করতে পারছেন না।আমি একজন দেশি পণ্যের উদ্যোক্তা হিসেবে সবসময় দেশিয় সকল পণ্যকে প্রচারে আগ্রহী।ডিজিটাল পল্লী আয়োজিত ডিজিটাল কমার্স মেলায় অংশগ্রহণ করেছি শুধুমাত্র মানিকগঞ্জের তাঁতের শাড়ি কে এবং তাঁত শিল্প কে প্রচার করার উদ্দেশ্যে।এই মেলার মাধ্যমে মানিকগঞ্জের তাঁত শিল্পের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।তারা নিজেদের অঞ্চলের শাড়ি এখন থেকে ইনশাআল্লাহ নিজেদের বলেই প্রচার করতে পারবে। এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। দারুন সব অভিজ্ঞতা হচ্ছে প্রতিনিয়ত মানিকগঞ্জের তাঁতের শাড়ি নিয়ে এবং মেলা নিয়ে।ধন্যবাদ সবাইকে।
কাকলী তালুকদার বলেন, তাঁতের শাড়ি নিয়ে আমিও কাজ করি কিন্তু সেটা জামদানি পণ্য।তবে এইবার মানিকগঞ্জের এর তাঁত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হলো মানিকগঞ্জ এর তাঁতের শাড়ির প্রচার করা। এই মুহূর্তে আপনি মানিকগঞ্জের তাঁতশিল্প, মানিকগঞ্জের শাড়ি নিয়ে সার্চ দেন সব নেগেটিভ লেখা কথা খুঁজে পাবেন। বিলুপ্তির মুখে, হুমকির মুখে এসব লেখাই আসবে। আমরা কিন্তু ফেইসবুকে প্রচারনা করে সেটাকে উলটো করে দিয়েছি। আমি আশা করব আমাদের এই প্রচারের ফলে জুন মাস পর্যন্ত আমরা প্রচার করে যাব আর জুলাই মাস থেকে হয়ত ১০ জন, ২০ জন, এক সময় ১০০ জন উদ্যোক্তাও এদিকে কাজ করবেন, তাঁতিরাও খুশি হবেন। আর উদ্যোক্তাদের জন্য দেশিয় পন্যের একটা সোর্স তৈরী হবে। মানিকগঞ্জ এর তাঁত পণ্যের স্বকীয়তা বজায় থাকবে।
মুনমুন ধর, স্বত্বাধিকারী – সমন্বিতা বলেন, ধানমন্ডির ম্যারিয়েট কনভেনশন হলে বানিজ্য মন্ত্রণালয় ও ইক্যাবের ডিজিটাল পল্লী আয়োজিত মানিকগঞ্জের শাড়ী নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল কমার্স মেলা।ডিজিটাল কমার্স মেলায় একজন দেশীয় পন্যের উদ্দ্যোক্তা হিসেবে মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি মানিকগঞ্জের শাড়ীর প্রচারে।মানিকগঞ্জের শাড়ীর প্রচারে অংশগ্রহণের মেলায় আমার স্টল থাকছে যেখানে শাড়ী প্রদর্শনী ও প্রচারের উদ্দেশ্যে বিক্রি করা হবে। মেলায় স্টল নিয়ে অংশগ্রহণের সুযোগ আমাকে অবশ্যই সবার কাছে পরিচিত করবে।এবং সেখানে বিভিন্ন শ্রেনী পেশার লোকেদের ও আগমন ঘটবে।সকলের সাথে পরিচিত হওয়া নিজের পার্সোনাল ব্রান্ডিং তৈরি হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।আমার ধারনা এটা দারুণ এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে। এত প্রচার প্রচারণা সব কিছু সফল হতে চলেছে সেই সাথে নিজস্ব নামে মানিকগঞ্জের শাড়ী পেতে চলেছে দারুণ স্বকীয়তা। তাছাড়া ও মানিকগঞ্জের তাঁত শিল্প প্রতিষ্ঠিত হলে তাঁতিদের কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান ও উন্নত হবে।মহতী এ উদ্যোগের সাথে থাকতে পেরে ভীষণ আনন্দ উপলব্ধি করছি। মেলার সার্বিক সহযোগিতায় থাকছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার। ইডিসির পক্ষ থেকে মেলায় স্টল নিয়ে নিজের পরিচিতি আর দেশীয় পন্যের প্রচারে অংশগ্রহণের সুযোগ পাওয়া আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চমৎকার এই আয়োজনটির সাথে থাকতে পেরে আমি সত্যি গর্বিত।
সালমা নেহা, স্বত্বাধিকারী টেস্টবিডি বলেন, মানিকগঞ্জে তৈরী তাতেঁর শাড়ির সাথে পরিচিতি থাকলে ও তা ছিলো অন্য জেলার নামে। গত দেড় মাসে মানিকগঞ্জের তাতেঁর শাড়ির নামে নতুন করে অনলাইনে যে ওয়েভ তৈরী হয়েছে তা সম্ভব হয়েছে দেশীয় পন্যের উদ্যোক্তাদের সহযোগিতা পূর্ন মনোভাব এবং শ্রদ্ধেয় রাজিব স্যারের দিক নির্দেশনায় ইডিসি টীমের পরিশ্রমের ফলে। এখন এই শাড়ির ব্যাপক চাহিদা তৈরী হয়েছে তা ফেইসবুক খুললেই বুঝা যায়। বিলুপ্ত প্রায় তাতেঁর সুদিন ফিরিয়ে আনতে এই তাত কে সবার কাছে পরিচিত করতে তুলে ধরতে হবে। মেলার মাধ্যমে অনেকেরই এক জায়গায় সমাগম হবে এবং মানিকগঞ্জের তাতেঁর শাড়ি নিয়ে জানানোর সুযোগ তৈরি হবে। আমার উদ্যোগের পন্য ভিন্ন হলেও মেলায় আমার স্টলে থাকবে শুধু মানিকগঞ্জের তাতেঁর শাড়ি। সবাই সর্বোচ্চ চেষ্টা করবো এতো দিন মাঠ পর্যায় থেকে শুরু করে মানিকগঞ্জে তাতঁ নিয়ে যেটুকু জেনেছি তা জানানোর ইনশাআল্লাহ ।