অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা) অনুদান দিয়েছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা রবিন খুদা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
খুদা ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশাল এই অনুদান দেয়া হয়েছে। সিডনি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া এটাই সবচেয়ে বড় তহবিল।
অনুদানের এই অর্থ বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে অধ্যয়নরত পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের জন্য ২০ বছর মেয়াদি এক শিক্ষা কর্মসূচিতে ব্যয় করা হবে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট জানিয়েছেন, তিনি প্রায় দুই বছর বিশেষ এই শিক্ষা কর্মসূচি নিয়ে নানা পরামর্শ করেছেন। এরপর তহবিল গঠন করা হয়।
অনুদান দেয়ার জন্য সিডনি বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ার প্রসঙ্গে রবিন খুদা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ। তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করেন।’
রবিন খুদার গ্রামের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। ১৮ বছর বয়সে বাবার সঙ্গে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। খুদা পশ্চিম সিডনিতে বসবাস করেন এবং ২০১৭ সালে এয়ারট্রাঙ্ক নামে একটি ডেটাসেন্টার প্রতিষ্ঠান করেন।
প্রযুক্তি খাতে নারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালে খুদা ফ্যামিলি ফাউন্ডেশন নামে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন খুদা। গত বছর তিনি মার্কিন বেসরকারি ইক্যুইটি ফার্ম ব্ল্যাকস্টোনের কাছে ২৪০০ কোটি ডলারে এয়ারট্রাঙ্ক বিক্রি করে দেন।
এরপর প্রতিষ্ঠানের ৩০০ জনেরও বেশি কর্মচারীকে মোট ২ কোটি ২০ লাখ ডলার বোনাস দেন তিনি যা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়।