রত্নাগিরিতে বাঁধ ভেঙে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। এরপর মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী শিবসেনার তানাজি সবন্ত বলেন, কাঁকড়ার জন্য ওই বাঁধের ক্ষতি হয়েছে, তাই বাঁধ ভেঙে গেছে।
মন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। খবর আনন্দবাজারের।
মঙ্গলবার মন্ত্রী বলেছিলেন কাঁকড়ার জন্য বাঁধ ভেঙে মানুষের মৃত্যু হয়েছে। আর তাই অভিনব প্রতিবাদ করে এনসিপি। মন্ত্রীর বাড়ির সামনে কাঁকড়া ঢেলে প্রতিবাদ জানাল তারা।
তার এই বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার এক বাক্স জ্যান্ত কাঁকড়া নিয়ে মন্ত্রীর বাড়ির গেটে ছেড়ে দেন তারা। এরপর সেটি ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটি ছাড়ার পরই সেটি যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এর আগে গত সপ্তাহে কাঁকড়া নিয়ে এনসিপি কর্মীরা নাওপাড়া থানায় হাজির হন। সেখানে পুলিশকে তারা বলেন, যেহেতু কাঁকড়ার জন্য বাঁধ ভেঙেছে, তাহলে এদের গ্রেফতার করা হোক।
প্রতিবাদকারীরা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় কাঁকড়াগুলোর বিরুদ্ধে খুনের মামলা দায়েরেরও দাবি জানান।