উবার চালকের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বুধবার সকালে বাড়ি থেকে স্টুডিওতে যাওয়ার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে।
অভিনেত্রীর অভিযোগ, স্টুডিওতে যাওয়ার জন্য একটি উবার ক্যাব ডাকেন তিনি। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই উবার চালক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে।
গন্তব্যে যাওয়ার বদলে গাড়ি উল্টোদিকে নিয়ে যায় ওই চালক। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার বাবা। এসময় তার বাবাকেও বাজে ভাষায় গালগাল করে অভিযুক্ত চালক।
এ ঘটনার কথা ফেসবুকে জানান অভিনেত্রী। পরে স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন এ অভিনেত্রী।
‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ও ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছাড়াও ‘ভজ গোবিন্দ’-সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন স্বস্তিকা। সূত্র: জি-নিউজ