শিশুদের জন্য ‘লুমি’ নামে নতুন স্মার্ট ডায়পার উন্মোচন করেছে প্যামপার্স। স্মার্ট এই ডায়পার ব্যবস্থায় একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বিশেষ ধরনের ডিসপোজএবল ডায়পারের সঙ্গে ব্যবহার করা যাবে। একটি সেন্সরই বারবার ব্যবহার করা যাবে। শিশুদের ডায়পার কখন বদলাতে হবে তা অ্যাপের মাধ্যমে বাবা-মাকে জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
শিশুর ঘুম, খাওয়া এবং মূত্র ত্যাগের মতো বেশ কিছু অভ্যাস শনাক্ত করতে পারবে এই স্মার্ট ডায়পার। এই ব্যবস্থায় একটি ওয়াই-ফাই যুক্ত নাইট ভিশন ক্যামেরাও রাখা হয়েছে, যা ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।