চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি চলতি মাসেই বাজারে আনছে তাদের রেডমি নোট ৮ হ্যান্ডসেট। ধারণা করা হচ্ছে ২৯ আগস্ট উন্মোচন করা হবে রেডমি নোট ৮ সিরিজ। রেডমি নোট ৮ প্রো তে মিডিয়াটেকের গেমিং প্রসেসর হেলিও জি৯০টি ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে।
উন্মোচনের আগে প্রতিবেশি দেশে এই দুই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েহিল। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ১০ লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েছে রেডমি নোট ৮ সিরিজের দুই ফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেহে শাওমি। এই সপ্তাহেই চিনে Mi.om থেকে এই দুই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল।
এরপর শাওমির সিইও লেই জুন উইবোতে রেডমি টিভির একটি পোস্টার প্রকাশ করেছিলেন। পোস্টের ক্যাপশনে জানানো হয়েছিল, ৭০ ইঞ্চির রেডমি টিভি উন্মোচন করা হবে ২৯ আগস্ট।
পোস্টটির কমেন্ট সেকশনে এক উইবো ব্যবহারকারী জানতে চান, রেডমি নোট ৮ ফোনটির ঘোষণাও একই দিনে আসবে কিনা। জবাবে একটি থাম্বস আপের ইমো দেন লেই জুন। এ থেকেই নিশ্চিত হওয়া গেছে চলতি মাসেই আসছে রেডমি নোট ৭ এর উত্তরসূরি।
রেডমি নোট ৮ প্রো ফোনের পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর ফলে ২৫এক্স জুম করা সম্ভব হবে। অন্য এক টিজারে জানানো হয়েছে রেডমি নোট ৮ প্রো ফোনের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় ৯২৪৮×৬৯৩৬ পিক্সেল রেসোলিউশন ছবি তোলা যাবে। যাক ফুল এইচডি রেসোলিউশনের ২৫ গুন আর ৮কে ভিডিও রেসোলিউশনের দ্বিগুণ।
হেলিও জি৯০টি একটি গেমিং প্রসেসর যার সাথে এনএফসি ও আইআর ব্লাস্টার ফিচার যুক্ত করেছে রেডমি। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এতে থাকবে লিকুইড কুলিং প্রযুক্তি, ফলে ফোন সহজে গরম হবে না।