বর্তমানে এখন বাজেট ফোনের ছড়াছড়ি। তবে এই বাজেট ফোনগুলোতে প্রিমিয়াম ফিচার পাওয়ার জন্য ১০,০০০ টাকা পকেট থেকে খসাতে হবে। কিন্তু আপনি যদি আরও কমে বেশ কিছু প্রিমিয়াম ফিচারের সাথে বাজেট ফোন খোঁজ করছেন, তবে ইনফিনিক্স হট 8 আপনার জন্য সেরা বিকল্প। ভারতে আজ ফের এই ফোনের সেল অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টায় ফ্লিপকার থেকে ইনফিনিক্স হট ৮ ফোনটি কিনতে পারবেন।
ইনফিনিক্স হট ৮ ফোনে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাবেন। লঞ্চ অফার হিসাবে এইচডিএফসি ব্যাঙ্ক ডেবিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। আবার অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই এর মাধ্যমে ইনফিনিক্স হট 8 কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবে।
এই ফোনের অন্যান্য ফিচারের কথা বললে এতে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ভারতে এই ফোনটির এইমুহূর্তে দাম ৬,৯৯৯ টাকা। তবে মনে রাখবেন ৩০ অক্টোবর থেকে এই ফোনের দাম বেড়ে ৭,৯৯৯ টাকা হবে।
ইনফিনিক্স হট 8 স্পেসিফিকেশন :
নতুন এই বাজেট ফোনে ৬.৫২ ইঞ্চি ডিউ ড্রপ ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রীন টু বডি রেশিও ৯০.৩% । এই ফোনে ২ডি গ্লাস দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড XOS ৫ অপারেটিং সিস্টেমে চলে । প্রসেসরের কথা বললে এতে পাবেন মিডিয়াটেক হেলিও পি ২২ চিপসেট।
ক্যামেরার কথা বললে, ইনফিনিক্স হট 8 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি সেন্সর ২ মেগাপিক্সেল। এছাড়াও একটি লো লাইট সেন্সর আছে। এই ফোনে কোয়াড এলইডি ফ্ল্যাশ পাবেন। ফোনটির সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। আগেই বলেছি এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ইনফিনিক্সের এই ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটির কথা বললে এতে ৪ জি ভোল্টি, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ এমএম জ্যাক আছে।