চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি আগামী ২৯ সেপ্টেম্বর থেকে (রিয়েলমে ফেসটিভ ডে সেল) এর আয়োজন করেছে। এই সেল ৪ অক্টোবর পর্যন্ত চলবে। এই সেলে আপনি রিয়েলমির বেশ কয়েকটি স্মার্টফোন কম দামে কিনতে পারবেন। যদিও এতদিন কোন কোন স্মার্টফোনে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা জানা যায়নি। তবে আজ কোম্পানির সিইও মাধব শেঠ রিয়েলমে সি 2 কত কমে বিক্রি হবে তা জানিয়েছে। এই ফোনে আপনি পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ফেস আনলক ফিচার। সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা ও ২/৩ জিবি র্যাম দেওয়া হয়েছে।
রিয়েলমে সি 2 সেলের সময় দাম :
এই ফোনের ২ জিবি র্যাম এবং ১৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা আবার ৩ জিবি র্যাম এবং ৩২ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। তবে সেলের সময় ফোনটির ৩ জিবি র্যাম এবং ৩২ স্টোরেজ ভ্যারিয়েন্ট ৬,৯৯৯ টাকায় কেনা যাবে। যদিও এর বেস ভ্যারিয়েন্টের মূল্য কত হবে তা জানানো হয়নি।
রিয়েলমে সি 2 স্পেসিফিকেশন :
ডুয়াল সিমের এই ফোনে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার রেজল্যুশন ৭২০ × ১৫৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও পি 22 প্রসেসর ও ২/৩ জিবি র্যাম এবং ১৬ ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রথমটি এফ /২.২ অ্যাপারচারের সাথে ১৩ মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি এফ /২.২ অ্যাপারচারের সাথে ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে এফ /২.২ অ্যাপারচারের সাথে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এছাড়াও এই ফোনে আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ফেস আনলক ফিচার।