প্রথমবারের মত স্যামসাং গ্যালাক্সি এম৩০এস এবং গ্যালাক্সি এম১০এস এর সেল শুরু হলো। গ্যালাক্সি এম সিরিজের এই দুটি ফোন অ্যামাজন ও স্যামসাং অনলাইন স্টোর আজ কেনা যাবে। এই মাসের শুরুতেই দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং এই গ্যালাক্সি এম৩০এস ও গ্যালাক্সি এম১০এস ভারতে লঞ্চ করে।
গ্যালাক্সি এম৩০এস ফোনের মুখ্য ফিচারের কথা বললে এতে পাবেন ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা ও ইনফিনিটি ইউ ডিসপ্লে। অন্যদিকে গ্যালাক্সি এম১০এস ফোনে পাবেন বড় ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল রিয়ার ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ও গ্যালাক্সি এম১০এস দাম :
গ্যালাক্সি এম৩০এস ফোনের দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়াও এর ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ভারতে গ্যালাক্সি এম১০এস এর দাম ৮,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
স্যামসাং গ্যালাক্সি এম৩০এস স্পেসিফিকেশন, ফিচার:
গ্যালাক্সি এম৩০এস ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্যামোলড ইনফিনিটি ইউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে আছে এক্সিনস ৯৬১১ প্রসেসর, ৪/৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ইউএসবি টাইপ সি পোর্ট। স্যামসাং এর এই ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে।
ক্যামেরার কথা বললে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। যার প্রাইমারি ক্যামেরা এফ/ ২.০ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল। প্রসঙ্গত গ্যালাক্সি এম৩০এস ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরা ছিল ১৩ মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনের অন্য দুটি রিয়ার ক্যামেরা হলো ৫ মেগাপিক্সেল ডেপ্ত ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম১০এস স্পেসিফিকেশন ও ফিচার :
স্যামসাং গ্যালাক্সি এম১০এস এর স্পেসিফিকেশনের কথা বললেই এই ফোনে ৬.৪০ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি-ভি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। যার রেজুলেশন ১৫২০ × ৭২০ পিক্সেল। এছাড়াও এই ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লাক স্পিডের সাথে এক্সিনস ৭৮৮৪ অক্ট কোর প্রসেসসর আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এম৩০এস ফোনে ডুয়েল রিয়ার ক্যামের রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৬ অ্যাপারচারের সাথে ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৪,০০০ এমএএইচ ব্যাটারি আছে।