ভিভো কিছুদিন আগেই ইউ সিরিজের নতুন ফোন ভিভো ইউ১০ লঞ্চ করেছিল। এই ফোনটির আজ থেকে সেল শুরু হয়েছে। আজ দুপুর ১২ টা থেকে অ্যামাজন এবং ভিভো ই-স্টোর এ ফোনটি কিনতে পারবেন। ভিভো ইউ১০ ফোনটির বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। লঞ্চ অফার হিসাবে এই ফোনের সাথে একাধিক আকর্ষণীয় অফার দেওয়া হবে।
ভিভো ইউ১০ দাম ও অফার :
ভারতে ভিভো ইউ১০ ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা, ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজজের দাম ৯,৯৯০ টাকা এবং ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯০ টাকা।
লঞ্চ অফার হিসাবে এই ফোনের সাথে এসবিআই ব্যাঙ্ক গ্রাহকরা ১০ শতাংশ ছাড় পাবে। আবার জিও গ্রাহকরা ভিভো ইউ১০ এর সাথে ৬,০০০ টাকা বেনিফিট পাবে। এছাড়াও অ্যামাজন পে এর মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। মনে রাখবেন কাল কেবল অ্যামাজন প্রাইম কাস্টমাররা এই ফোনটি কিনতে পারবে। আগামী ২৯ তারিখ থেকে ফোনটি সকলের জন্য উপলব্ধ হবে।
ভিভো ইউ১০ স্পেসিফিকেশন, ফিচার :
ভিভো ইউ১০ ফোনে ৬.৩৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটারড্রপ নচের ফিচারের এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশ এবং স্ক্রিন রেজুলেশন ৭২০ x ১৫৪৪ পিক্সেল। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/২.২ অ্যাপারচারের সাথে ১৩ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ১২০ ডিগ্রী সুপার ওয়াইড এঙ্গেলের সাথে ৮ মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরাটি হলো এফ/২.৪ অ্যাপারচারের সাথে ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আগেই বলেছি এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।