স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই ফোন চার্জ দেওয়ার উপযুক্ত সময়টি জানেন না। টেক বিশেষজ্ঞদের মতে উপযুক্ত সময়ে ফোন চার্জ দিলে ব্যাটারী দীর্ঘস্থায়ী হয়। স্মার্টফোন নিশ্চিন্তে ব্যবহার করা যায় দীর্ঘ দিন।
টেক বিশেষজ্ঞরা বলেন, ব্যাটারির চার্জ কমে ৫০ শতাংশ হওয়ার আগে কিছুতেই ফোন চার্জে দেয়া উচিত না। আবার, কমপক্ষে ২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় রিচার্জ করে নিতে হবে।
স্মার্ট ফোন কখনো শতভাগ রিচার্জ করা উচিত নয়। আর চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিতে হবে। মাসে একবার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ করতে হবে। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর রিচার্জ করে নিতে হবে।
ব্যবহার করা ফোন কেনার আগে অবশ্যই ব্যাটারির অবস্থা জেনে নিন। নিজের নতুন ফোনও যত্ন নিয়ে ব্যবহার করুন। বিক্রি করতে চাইলে ভালো দাম পাবেন।