সাশ্রয়ী সংস্করণের নতুন ব্লকচেইন-বান্ধব স্মার্টফোন বাজারে এনেছে তাইওয়ানিজ প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি। মূলত এইচটিসি’র তৈরি এক্সোডাস ১ স্মার্টফোনের সস্তা সংস্করণ নতুন এ ফোনটি। ক্রেতাদের ব্লকচেইন-বান্ধব ফোনের দিকে আকৃষ্ট করা এবং দামী স্মার্টফোন কেনার রেওয়াজ থেকে বের করে নিয়ে আসার লক্ষ্যেই এই স্বল্পমূল্যের ফোন তৈরির উদ্যোগটি নিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার বার্লিনে এক্সোডাস ওয়ান এস বাজারে আনে এইচটিসি। স্মার্টফোনটি আকারে এক্সোডাস ওয়ানের তুলনায় কিছুটা ছোট। স্ন্যাপড্রাগন ৪৩৫ এর ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১। স্ক্রিন ৫.৭ ইঞ্চি এইচডিপ্লাস। র্যাম ৪ জিবি এবং স্টোরেজ থাকছে ৬৪ জিবি। ফোনটির সঙ্গে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক।
এইচটিসি জানায়, নতুন ফোনটিতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ কিছু ফিচার থাকছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটাল মুদ্রার লেনদেন এবং ধার দেওয়া-নেওয়ার কাজ করতে পারবেন। বিটকয়েন ব্লকচেইন সংরক্ষণের জন্য স্মার্টফোনটিতে ৪০০ গিগাবাইটের একটি মেমোরি কার্ডও থাকছে।
গত বছর বাজারে আসা এক্সোডাস ওয়ানের দাম ৬৯৯ ডলার। আর নতুন ফোনটির ক্ষেত্রে দাম রাখা হয়েছে ২৪৪ ডলার, যা আগের সংস্করণটির দামের অর্ধেকেরও কম।
ক্রেতাদের ব্লকচেইন-বান্ধব ফোনের দিকে আকৃষ্ট করতেই এমন সাশ্রয়ী দামে ফোনটি বাজারে আনে এইচটিসি। এ ছাড়া দামি স্মার্টফোনের ভিড়ে ক্রেতা টানতেও এমন সেট তৈরির উদ্যোগ নেয় কোম্পানিটি।
শনিবার থেকে ইউরোপ, তাইওয়ান, সৌদি আরব, আরব আমিরাতে অনলাইনে অর্ডার করা যাচ্ছে নতুন ফোনটি। পরবর্তীতে অন্যান্য দেশেও কিনতে পারা যাবে এটি।