নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য নতুন দুটি মডেলের স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে স্যামসাং। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০ লাইট ও গ্যালাক্সি নোট১০ লাইট ডিভাইস। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ নাগাদ বিশ্বজুড়ে এ দুটি মডেলের ডিভাইস কিনতে পারবেন গ্রাহকরা।
দুটি স্মার্টফোনেই ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন রেখেছে স্যামসাং। রয়েছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ও হোল-পাঞ্চ ডিজাইন। গ্যালাক্সি এস১০ লাইটে ব্যবহার করা হয়েছে ৭এনএম অক্টা-কোর প্রসেসর।
অন্যদিকে গ্যালাক্সি নোট১০ লাইটে রয়েছে ১০এনএম অক্টা-কোর এসওসি প্রসেসর। রয়েছে ৬ ও ৮ গিগাবাইটের র্যাম ও ১২৮ গিগাবাইট মেমোরি। দুটো স্মার্টফোনের ব্যাটারির সক্ষমতা ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিফায়ার।
গ্যালাক্সি এস১০ লাইট ও গ্যালাক্সি নোট১০ লাইট এ দুটি ডিভাইস রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। গ্যালাক্সি এস১০ লাইটের মূল ক্যামেরাটি ৮৪ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ৫ ও ১২ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। অন্যদিকে নোট১০ লাইটে ১২ মেগাপিক্সেলের তিনটি পৃথক ইমেজ সেন্সর রয়েছে। দুটো স্মার্টফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ফলে সেলফিপ্রেমীরা স্যামসাংয়ের এ দুই মডেলের স্মার্টফোন ব্যবহার করে আরো ঝকঝকে সেলফি তুলতে পারবেন। সূত্র: এনডিটিভি